এবার কুম্বলে-কোহলি বিতর্ক নিয়ে মুখ খুললেন মাইকেল ক্লার্ক
এবার অনিল কুম্বলে এবং বিরাট কোহলির সম্পর্কের বিতর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এবং ক্লার্ক সেই প্রশ্ন এড়িয়ে না গিয়ে রীতিমতো বুদ্ধি করে উত্তর দিলেন। কারণ, দুজনই যে, তাঁর কাছে প্রিয়। কুম্বলে এবং কোহলির আলোচ্য বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ক্লার্ক বলেন, `যত বেশি ভাল সম্পর্ক, ততবেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হয়। এই পৃথিবীর যেকোনও সম্পর্কেই স্বচ্ছতা এবং সততা থাকাটা একান্ত দরকার। এই দুটো না থাকলে, ভালো সম্পর্ক তৈরি হতে পারে না। ক্রিকেটও এর বাইরে নয়। হতেই পারে কোনও সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝির জেরে চিড় ধরেছে। সেক্ষেত্রে বন্ধ ঘরে খোলা মনে বসে, সেটা ঠিক করেই নেওয়াই যায়। আর সেটা ভালোও।`
ওয়েব ডেস্ক: এবার অনিল কুম্বলে এবং বিরাট কোহলির সম্পর্কের বিতর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়লেন প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এবং ক্লার্ক সেই প্রশ্ন এড়িয়ে না গিয়ে রীতিমতো বুদ্ধি করে উত্তর দিলেন। কারণ, দুজনই যে, তাঁর কাছে প্রিয়। কুম্বলে এবং কোহলির আলোচ্য বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে ক্লার্ক বলেন, 'যত বেশি ভাল সম্পর্ক, ততবেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হয়। এই পৃথিবীর যেকোনও সম্পর্কেই স্বচ্ছতা এবং সততা থাকাটা একান্ত দরকার। এই দুটো না থাকলে, ভালো সম্পর্ক তৈরি হতে পারে না। ক্রিকেটও এর বাইরে নয়। হতেই পারে কোনও সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝির জেরে চিড় ধরেছে। সেক্ষেত্রে বন্ধ ঘরে খোলা মনে বসে, সেটা ঠিক করেই নেওয়াই যায়। আর সেটা ভালোও।'
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে উঠেও খারাপ খবর পাকিস্তানের ক্রিকেটারদের জন্য
হ্যাঁ, কিন্তু আপনার কী মনে হয়? এই প্রশ্নের উত্তরে মাইকেল ক্লার্ক বলেন, 'আমি অনিল কুম্বলেকে ব্যক্তিগতভাবে খুবই ভাল করে চিনি। ও দারুণ মানুষ। একজন কোচের কাজ হল, ড্রেসিংরুমে বসে, অধিনায়ককে উত্সাহিত করে তাঁর এবং তাঁর দলের সেরা পারফরম্যান্সটাকে বের করে আনা। আমি জানি না, দুজনের মধ্যে ঠিক কী ঘটেছে। কারণ, আমি ওই ড্রেসিংরুমের অঙ্গ নই। তবে, আশাকরি, এই বিবাদ খুব শীঘ্রই মিটে যাবে।'
আরও পড়ুন পাকিস্তানের কাছে ম্যাচ হেরে নিজেদের ফিল্ডিংকেই দোষ দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ