নিজস্ব প্রতিবেদন: গত আড়াই বছর খারাপ ফর্ম। বিরাট রান আসছে না তাঁর ব্যাটে। তা সত্ত্বেও নতুন রেকর্ডের মালিক হলেন কিং কোহলি (Virat Kohli)। ছাড়ালেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। বিরাটই এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রাহক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাইলফলক ছুঁতে মাত্র ১ রান দরকার ছিল। চতুর্থ টেস্টের প্রথম দিনে দ্রুত দুই উইকেট পতনের পর ক্রিজে নামেন কোহলি (Virat Kohli)। জেমস অ্যান্ডারসনের বলে অন ড্রাইভের পর এল কাঙ্ক্ষিত মুহূর্ত। ৪৯০ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩,০০০ রানের মালিক হলেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের লেগেছিল ৫২২ ইনিংস। 



এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩,০০০ রান সংগ্রাহক


ইনিংস ব্যাটসম্যান
৪৯০    বিরাট কোহলি
৫২২    সচিন তেন্ডুলকর
৫৪৪    রিকি পন্টিং
৫৫১    জ্যাকস কালিস
৫৬৮   কুমার সঙ্গাকারা
৫৭৬   রাহুল দ্রাবিড়
৫৪৫   মাহেলা জয়বর্ধনে
  
রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। সেই ২০১৯ সালের নভেম্বরে তাঁর ব্যাটে এসেছিল শেষ আন্তর্জাতিক শতরান। চলতি টেস্ট সিরিজেও অধিনায়কের ব্যাটে বড় রান নেই। ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিদেশের মাটিতে বিরাটের টেকনিক নিয়েও উঠছে প্রশ্ন।  


আরও পড়ুন- Manoj Tiwary: 'একটা বয়সের পর ভারতীয় দলে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়', বলছেন মনোজ


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)