Ovel Test: ওভালে ৫০ বছর পর ইংরেজদের দুরমুশ করে টেস্ট জয় বিরাটবাহিনীর
১৫৭ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া (Team India)।
নিজস্ব প্রতিবেদন: লক্ষ্যমাত্রা ছিল ৩৬৮ রানের। শেষ দিনে ইংল্যান্ডের (England) হাতে ছিল ১০ উইকেট। করতে হত ২৯১। অপ্রত্যাশিত কিছু ঘটাতে পারলেন জো রুটরা (Joe Root)। ১৫৭ রানে বিরাট জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। ওভালে এই মুহূর্ত এল দীর্ঘ ৫০ বছর পর। ১৯৭১ সালে এই মাঠে জিতেছিল অজিত ওয়াড়েকরের ভারত।
সকালটা বলে দেয় দিনটা কেমন যাবে। ওভালে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের ক্ষেত্রে তা খাটল না। প্রথম দিন সকালেই ১২৭ রানে ৭ উইকেট খুঁইয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে টেল-ব্যাটসম্যান শার্দুল ঠাকুরের মারকাঠারি ৫৭ রানের সৌজন্যে রান পৌঁছয় ১৯১-তে। প্রথম ইনিংসে ভারতের রান ছাপিয়ে অতিরিক্ত ৯৯ যোগ করে ইংল্যান্ড। তা পেরিয়ে জো রুটদের লক্ষ্য দেওয়ার মতো কঠিন কাজ করতে হত বিরাটদের। তার উপরে বিরাট কোহলি, অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যানরা ছন্দে নেই। লিডসের ছায়া ওভালে দেখছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেন ভারতের দুই ওপেনার। প্রথম উইকেটে ওঠে ৮৩ রান। সেখান থেকে দ্বিতীয় উইকেটে রোহিত-পুজারার যুগলবন্দি দলকে অনেকটা এগিয়ে দেয়। দেশের বাইরে প্রথম শতরান করেন রোহিত। রোহিত-পুজারা ফেরার পর বিরাট হাল ধরেন। কিন্তু বেশিদূর টানতে পারেননি। ৬ উইকেট পড়ল ৩১২ রানে। আরও একবার শার্দুলের ব্যাটে এল অর্ধশতরান। যোগ্য সঙ্গত দিলেন পন্থ। শেষের দিকে বুমরা, উমেশ যাদবরা ব্যাট চালিয়ে মূল্যবান ৫০ রান যোগ করলেন। ইংল্যান্ডের সামনে পর্বতসম রানের লক্ষ্য দিতে সক্ষম হল ভারত।
ইংল্যান্ডের উদ্বোধনী দুই ব্যাটসম্যানও খারাপ সূচনা করেননি। চতুর্থ দিনে অপরাজিত থাকেন জোসেফ বার্নস ও হাসিব হামিদ। পঞ্চম দিন সকালে বার্নসকে ফেরান শার্দুল। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। পোপ ও বেয়ারেস্টোর উইকেট ছিটকে দিয়ে ইংল্যান্ডের কোমর ভাঙেন বুমরা। একা কুম্ভ হয়ে লড়াই করছিলেন জো রুট (Joe Root)। তাঁকে প্যাভিলিয়নের পথ দেখান শার্দুল। তখনই নিশ্চিত হয়ে যায় এ টেস্ট হারছে ইংল্যান্ড (England)। চা-বিরতির কিছুক্ষণ পর ২১০ রানে মুড়িয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। লর্ডসের পর ওভালেও জিতল বিরাটবাহিনী। সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
আরও পড়ুন- COVID-19: নিভৃতবাসে Ravi Shastri! ম্যাঞ্চেস্টারে কোহলিরা পাচ্ছেন না হেডস্যারকে
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)