ওয়েব ডেস্ক: আরমাত্র একটা হার্ডেল। ব্যাস তাহলেই চায়না ওপেনে বাজিমাত করবেন পিভি সিন্ধু। ফাইনালে প্রতিপক্ষ চিনের সুন ইউ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক থাকলেও কেরিয়ারে সুপার সিরিজ জেতা হয়নি কখনও। এবার সেই অধরা খেতাব জয়ের হাতছানি ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। শনিবার তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াই জিতে চায়না ওপেনের ফাইনালে পৌছলেন।


আরও পড়ুন  রিকি পন্টিংকে সরিয়ে নতুন কোচ নিয়োগ করল মুম্বই ইন্ডিয়ান্স


কোরিয়ার সুং জি হিউনের বিরুদ্ধে ম্যাচের প্রথমদিকে সিন্ধুর খেলা দেখে অবশ্য মনে হয়নি তিনি ম্যাচ জিততে পারবেন। ছন্দের ধারে কাছে ছিলেন না অলিম্পিকে রুপো জয়ী সিন্ধু। ফলে প্রথম গেম সহজেই হেরে যান তিনি। কিন্তু ম্যাচে ছন্দে ফেরার জন্য হয়তো এই হারটি প্রয়োজন ছিল। দ্বিতীয় গেম থেকে হঠাত্ই অন্য সিন্ধুকে পাওয়া যায়। ক্রমশই প্রতিপক্ষের উপর থাবা বসাতে শুরু করেন সিন্ধু। পরপর দুটি গেম জিতে ফাইনালে পৌছে যান তিনি।


আরও পড়ুন- ভাইজাগ টেস্টের তৃতীয় দিনে বেশ সুবিধাজনক জায়গায় ভারত


ফাইনালে চিনের সুন ইউয়ের মুখোমুখি সিন্ধু। পাঁচবারের সাক্ষাতে সুনের বিরুদ্ধে দুবার জিতেছেন ভারতীয় শাটলার। তিনবার জিতেছেন সুন। বলা যেতেই পারে রবিবার আরেকটি হাড্ডাহাড্ডি ম্যাচ অপেক্ষা করছে সিন্ধুর জন্য। অলিম্পিকে পদক জয়ের পর এই প্রথম খেতাব জয়ের হাতছানি সিন্ধুর সামনে।


দেখুন স্পোর্টস ২৪ রাত সাড়ে দশটায়