নিজস্ব প্রতিবেদন: শুক্রবার মৃত্যু হল পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আবদুল কাদির। লাহোরে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৬৩ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৭৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ক্রিকেট কেরিয়ারে ৬৭ টেস্ট ও ১০৪টি একদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আবদুল কাদির। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর ঝুলিতে উইকেট সংখ্যা যথাক্রমে ২৩৬ ও ১৩২। ১৯৮৭ সালে পাকিস্তানের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্টের সিরিজে ৩০টি উইকেট তুলে নিয়েছিলেন প্রবাদপ্রতীম লেগস্পিনার। একটা ইনিংসে ৫৬ রান দিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। প্রতি ওভারে নানা ধরনের বল করার সুনাম ছিল কাদিরের।


পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইট করেছে, ''কিংবদন্তি আবদুল কাদির প্রয়াণে পিসিবি শোকস্তব্ধ। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি জানাই সমবেদনা।''



১৯৮৩ ও ১৯৮৭ সালে পাকিস্তানের হয়ে খেলেছিলেন আবদুল কাদির। অবসরের পর পাকিস্তান ক্রিকেটে নির্বাচক ও কমেন্টেটরের ভূমিকা পালন করেছিলেন।         


তবে আবদুল কাদিরের সঙ্গে সচিন তেন্ডুলকরের একটি প্রবাদপ্রতীম কাহিনি জড়িয়ে। পাকিস্তানের মাটিতে ১৬ বছর বয়সে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন সচিন তেন্ডুলকর। তখন ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে আবদুল কাদির। আর কিশোর ক্রিকেটারকে দেখে স্লেজ করেছিলেন পাক লেগ স্পিনার। বলেছিলেন, বাচ্চা ছেলে আমায় কী খেলবে! তার জবাবে চারটি ছক্কা মেরেছিলেন সচিন। মুগ্ধ কাদির বলেছিলেন, ছেলেটার মধ্যে প্রতিভা রয়েছে। অনেক দূর যাবে। 


আরও পড়ুন- ভিডিয়ো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে খেলছেন বিরাট, দিবাস্বপ্ন পড়শির