ভিডিয়ো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে খেলছেন বিরাট, দিবাস্বপ্ন পড়শির
স্বপ্নের একটা সীমা থাকা দরকার, কটাক্ষ নেটিজেনদের।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের হয়ে খেলছেন বিরাট কোহলি। বাবর আজমের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে নামছেন। রসিকতা নয়, এমন দিবাস্বপ্নই দেখে ফেলেছে পাকিস্তান। আর সে নিয়ে একটি ভিডিয়ো বানিয়ে ফেলেছে তারা। ওই ভিডিয়োটি নিয়ে পাকিস্তানকে কটাক্ষ করছেন ভারতের নেটিজেনরা।
৬ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। ওই দিনই একটি ভিডিয়ো প্রকাশ করেছে পাকিস্তান। ভিডিয়োটি টুইট করেছেন পাকিস্তানি সাংবাদিক নাইলা ইনায়াত। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাল ২০২৫। ইংল্যান্ডের বনাম পাকিস্তানের টি-২০ ক্রিকেট ম্যাচের আসর বসেছে শ্রীনগরে। আর কমেন্ট্রিতে শোনা যাচ্ছে, বিরাট কোহলির সঙ্গে ওপেনিংয়ে নামছেন বাবর আজম। আর ম্যাচটি দেখছে একটি পাকিস্তান পরিবার। সেখানে একটি মেয়ে তাঁর বাবাকে বলছে, দেখবে কোহলি আজ ম্যাচ জিতিয়ে দেবে। মেয়েটির বাবা জবাব দেয়, জানো বিরাট কোহলি আগে ভারতের হয়ে খেলত। তখন হতচকিত হয়ে মেয়েটি প্রশ্ন করে, কে ভারত? ওই পাকিস্তানি ব্যক্তি মুচকি হাসেন। আর পরের দৃশ্যে দেখা যায়, গোটা ভারতই হয়ে গিয়েছে পাকিস্তান।
Pakistan cricket team playing in Srinagar, Virat Kohli playing for Pakistan. Just some regular delusions, nothing else. pic.twitter.com/swBnUp3ShM
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 4, 2019
পাকিস্তানের সাংবাদিকও মজা করে লিখেছেন, গাজওয়া-এ-হিন্দের পর ইসলাম কবুল করে নিয়েছেন বিরাট কোহলি?
Virat Kohli ne Islam qabool nahin kiya Ghazwa-e-Hind k baad?
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 4, 2019
এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে নিশানা করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ভাইজান বিরাট কোহলির নাম বদলালেন না? ওহ এটা তো সেকুলার অখণ্ড পাকিস্তান।
bhaijan virat kohli ka naam change nai kiye?Oh Secular akhand Pakistan
— שניןחקקא (@NumeroY1) September 4, 2019
কেউ কটাক্ষ করেছে, ২০২৫ সালেও পাকিস্তানের বাচ্চারা জানে বাবর আজম জেতাতে পারবে না।
"aaj kohli jitvayega". Even little kids of 2025 know not to rely on babar.
— anita verghese (@anita76962940) September 4, 2019
কারও কটাক্ষ, স্বপ্নের একটা সীমা থাকা দরকার।
Dear Pakistaniyo pic.twitter.com/KjcnZFGoUU
— Yogita (@momo_classygirl) September 4, 2019
Hehe, India will still exist in 2025, not so sure about England. It's like European Pakistan playing Asian Pakistan in 2025.
— Puneri Melbournekar(@dhanashree0110) September 4, 2019
You guys got to do this shit soon...Kohli has got only few yrs of play left... hurry up!!
— Urban Utsav (@Buntea) September 5, 2019
Puri duniya hass rhi h tum par pic.twitter.com/VYTr2hbS2o
— Pankaj Sangwan (@PankajSangwan16) September 5, 2019
— Fauzdar Ashish(@FauzdarAshish1) September 5, 2019