নিজস্ব প্রতিবেদন: সঙ্গীত শিল্পীর পরিচয় শুধুই সঙ্গীত শিল্পী। যাঁকে কোনও ভৌগলিক সীমারেখায় বাঁধা যায় না। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) কাল সীমানার গণ্ডি পেরিয়ে অবিস্মরণীয়। প্রাণ ছুঁয়ে নেওয়া গানের মধ্যে দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের মনে। কিংবদন্তির প্রয়াণে পাকিস্তানেও আজ শোকের ছায়া। সেদেশের মানুষও লতার গানে ভাললাগার অন্য মানে খুঁজে নিয়েছেন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকস্তব্ধ পাক প্রধানমন্ত্রী ইমরান খানও (Imran Khan)। প্রাক্তন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার টুইটারে লিখলেন, "লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশ এমন এক অসাধারণ গায়িকাকে হারাল যাঁকে সারা বিশ্ব চিনত। সারা পৃথিবীর মানুষ তাঁর গান শুনে অত্যন্ত আনন্দ পেয়েছে।"



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Lata Mangeshkar: লতাকে 'মা' বলে ডেকে গানের অনুরোধ সচিনের! দেখুন সেই ভাইরাল ভিডিও


আরও পড়ুন: Lata Mangeshkar: লতার প্রয়াণে ওয়াঘার ওপারে শোকের ছায়া! আবেগি টুইট বাবর-রামিজদের


বিশ্ববন্দিত ব্যাটার ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টুইটারে লিখেছেন, "সোনালী যুগের সমাপ্তি। ওঁর ম্যাজিকের মতো কণ্ঠস্বর থেকে যাবে বিশ্বব্যপী লক্ষ লক্ষ মানুষের মনে। অতুলনীয় আইকন! শ্রীমতি লতা মঙ্গেশকরজি-র আত্মার শান্তি কামনা করি।" রামিজ রাজা লেখেন, "লতা মঙ্গেশকর ছিলেন সৌষ্ঠবের প্রতীক, তাঁর নম্রতা, সারল্যই তাঁকে মহৎ বানিয়েছে। সকেলর জন্য যা শিক্ষণীয়। কিশোর কুমারের পর এবার লতা মঙ্গেশকর চলে গেলেন। আমার সঙ্গীতের ভালবাসা ভেঙে গেল!" ৯২ বছর বয়সে না-ফেরার দেশে চলে গিয়েছেন ' ভারতের কোকিলকন্ঠী'। গত রবিবার সকাল ৮.১২ মিনিটে প্রয়াত হন লতা। তাঁর প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রবির সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। এখনও শোকের আবহে গোটা দেশ।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App