নিজস্ব প্রতিবেদন : দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি যা তাতে ভারতীয় দলরে পাকিস্তানে খেলতে যাওয়ার কোনও প্রশ্নই ছিল না। এমন অবস্থায় এশিয়া কাপ টি-২০ পাকিস্তানে অনুষ্ঠিত হলে জটিলতা দেখা দিত। চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই গুড়ে বালি। পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপ টি-২০। তা হলে কোন দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশ, শ্রীলঙ্কা বা দুবাইতে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। তবে জানা যাবে ফেব্রুয়ারিতে। এশিয়া ক্রিকেট কাউন্সিল-এর সূত্র থেকে জানা গিয়েছে, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়ার ব্যাপারে সাফ না বলেছিল বিসিসিআই। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানো না হলে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ভারত। এমন অবস্থায় এসিসি আর ঝুঁকি নেয়নি। ভারতীয় দল না খেললে টুর্নামেন্টের উত্তেজনা থাকবে না। সেই কথা আর বলে দিতে হয় না। তাই পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। 


আরও পড়ুন-  ২০২৩ সালে বিশ্বকাপ খেলতে স্ত্রী'র অনুমতি লাগবে ফিঞ্চ-ওয়ার্নারের


দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। শ্রীলঙ্কা দল সিরিজ খেলেছে পাকিস্তানে। তবে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার ব্যাপারে আবার রাজি হয়নি বাংলাদেশ। তা নিয়েও চাপান উতোর চলেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বের একাধিক ক্রিকেট খেলিয়ে দেশকে তাদের দেশে এসে খেলার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু কেউই সেখানে গিয়ে খেলতে রাজি হচ্ছে না। এমন পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারানো পিসিবি-র কাছে বড় ধাক্কার সমান। উল্লেখ্য, ২০০৮ সালে শেষবার এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। গতবার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে।