২০২৩ সালে বিশ্বকাপ খেলতে স্ত্রী'র অনুমতি লাগবে ফিঞ্চ-ওয়ার্নারের

ফিঞ্চ-ওয়ার্নারদের বিশ্বকাপে খেলা বা না খেলা নির্ভর করবে দু'জনের স্ত্রী-র সবুজ সংকেতের ওপর।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 16, 2020, 02:52 PM IST
২০২৩ সালে বিশ্বকাপ খেলতে স্ত্রী'র অনুমতি লাগবে ফিঞ্চ-ওয়ার্নারের

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপে খেলতে লাগবে স্ত্রী-র অনুমতি। ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের সংসারে এখন এটাই আলোচনার বিষয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেবে ভুল করবেন না কিন্তু!

আর কয়েক মাস বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে। কিন্তু অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের মাথায় ঘুরছে ২০২৩ সালের বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপে কি এই দুই অজি ওপেনার খেলবেন? সবই নির্ভর করছে হোম মিনিস্টারের ওপর। মানে ফিঞ্চ-ওয়ার্নারদের বিশ্বকাপে খেলা বা না খেলা নির্ভর করবে দু'জনের স্ত্রী-র সবুজ সংকেতের ওপর।

ওয়ার্নার জানিয়েছেন, ভারতে ২০২৩ সালে বিশ্বকাপ খেলার জন্য স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিতে হবে। টানা ক্রিকেট খেলার ফলে পরিবারকে সময় দিতে পারছেন না ফিঞ্চরা। তাই বিশ্বকাপের আগেই হয়তো অবসর নিতে পারেন দু'জনে। অবশ্য স্ত্রীরা চাইলে বিশ্বকাপে খেলতে প্রস্তুত ওয়ার্নাররা।

আরও পড়ুন - চলে গেলেন চারুলতা, ক্রিকেটের আজ মনখারাপ

.