ICC World Cup 2019: দুরন্ত শাহিন! বাংলাদেশকে হারিয়েই বিশ্বকাপ শেষ করল সরফরাজের দল
নিউ জিল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে পাঁচ নম্বরে বিশ্বকাপ শেষ করল পাকিস্তান।
নিজস্ব প্রতিবেদন : নিউ জিল্যান্ডকে টপকে বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে পাকিস্তানের কাছে কার্যত একটা কঠিন অঙ্কের সমীকরণ ছিল। সেই সমীকরণকে সঙ্গে নিয়েই শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালের বিশ্বকাপের শেষ ম্যাচে মাঠে নেমেছিল সরফরাজের দল। ইমাম উল হক, বাবর আজম ও শাহিন আফ্রিদির দুরন্ত পারফরম্যান্সে ভর করে জয় দিয়েই বিশ্বকাপ শেষ করল পাকিস্তান। বাংলাদেশকে ৯৪ রানে হারাল তারা।
সেমি ফাইনালে যেতে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে বিরাট ব্যবধানে জিততে হতো পাকিস্তানকে৷ অঙ্ক ছিল, প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ৪০০ রান তুললে বাংলাদেশকে ৮৪ রানে অল-আউট করতে হবে সরফরাজদের৷ যদিও ম্যাচের আগে সরফরাজ আহমেদ বলেছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে ৫৫০ করবে তাঁর দল। কিন্তু শুক্রবার লর্ডসে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। ইমামের শতরান আর বাবরের ৯৬ রানে ভর করে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান তোলে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৫ উইকেট নেন। ৩টি উইকেট নেন সইফউদ্দিন।
৩১৫ রানের নিরিখে রান রেটের বিচারে সেমি ফাইনালে যেতে হলে বাংলাদেশকে ৭ রানে অলআউট করতে হবে পাক দলকে। শেষ চারে যেতে এটাই তখন শর্ত ছিল পাক দলের সামনে। কার্যত তখনই পাকিস্তানের সেমি ফাইনালের ভাগ্য লেখা হয়ে যায়। আর স্কোরবোর্ডে বাংলাদেশের রান ৮ হতেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ শেষ হয়ে যায় সরফরাজের দলের। সেমি ফাইনালে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। তবে আমির, শাহিনদের সামনে সেভাবে বাংলাদেশের কেউ দাঁড়াতেই পারলেন না। একা কুম্ভ হয়ে লড়াই করলেন সেই সাকিব আল হাসান। সাকিব ৬৪ রানে আউট হতেই বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। ৪৪.১ ওভারে ২২১ রানে অল আউট বাংলাদেশ। শাহিন আফ্রিদি একাই নিলেন ৬টি উইকেট। ৯৪ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ম্যাচের সেরা হয়েছেন শাহিন। নিউ জিল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও রান রেটে পাঁচ নম্বরে বিশ্বকাপ শেষ করল পাকিস্তান।
আরও পড়ুন - ICC World Cup 2019: সেমি ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে মিডল অর্ডার গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ ভারতের সামনে