ICC World Cup 2019: সেমি ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে মিডল অর্ডার গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ ভারতের সামনে
শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচ হলেও জয় ছাড়া আর কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালের বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে শনিবার লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির দল। তাই অনেকটাই চাপমুক্ত হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মেন ইন ব্লুজরা।
এতো কিছুর মাঝেও ভারতের দুশ্চিন্তার কারণ সেই মিডল অর্ডার। সেমি ফাইনালের আগে তাই অপেক্ষাকৃত শ্রীলঙ্কার দুর্বল বোলিং আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার শেষ সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার কাছে। সেমি ফাইনালের আগে ছন্দ ফিরে পাওয়ার সুবর্ন সুযোগ থাকছে মহেন্দ্র সিং ধোনির কাছেও। সেক্ষেত্রে ধোনিকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে পাঠাতে পারেন কোহলি-শাস্ত্রীরা।শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন হতে পারে। মহম্মদ শামি কিংবা জশপ্রীত বুমরাহর মধ্যে একজনকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তাদের ভাবনায় রয়েছে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আবার দলে ফিরতে পারেন কেদার যাদবও।
Hello Headingley #TeamIndia #CWC19 pic.twitter.com/dhVYcIp5Oj
— BCCI (@BCCI) July 5, 2019
শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচ হলেও জয় ছাড়া আর কিছুই ভাবছে না টিম ইন্ডিয়া। কারণ এই ম্যাচে জিতে গেলে পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসারও সুযোগ থাকছে ভারতের সামনে। যার ফলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনালে খেলার সম্ভাবনা থাকত। কারণ পয়েন্ট টেবিলে দু নম্বরে থাকলে সেমি ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। সেমি ফাইনালে ইংল্যান্ডের চেয়ে নিউ জিল্যান্ডকে পেলে বেশি সুবিধে হবে ভারতের। অবশ্য শুধু শ্রীলঙ্কাকে হারালেই শীর্ষে উঠবে না ভারত। তার জন্য দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকেও।
আরও পড়ুন - ICC World Cup 2019: শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিক রেকর্ডের হাতছানি হিটম্যানের সামনে!