নিজস্ব প্রতিবেদন : মাথায় তিলক। ধুতি পরে ক্রিকেট খেলছে একদল যুবক। দুই দলের ক্রিকেটারদের টি-শার্ট সাদা এবং কমলা। আম্পায়াদের পরনে ধুতি এবং কুর্তা। কাঁধে রাখা শাল। সেই সঙ্গে সংস্কৃত ভাষায় চলছে ধারাভাষ্য। একবিংশ শতাব্দীতে প্রাচ্য ও প্রাশ্চাত্য সংস্কৃতির মেলবন্ধনে এমন ম্যাচ দেখা গেল মধ্যপ্রদেশে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোপালের মহর্ষি মহেশ যোগীর ১০৪ তম জন্মবার্ষিকীতে মহর্ষি কাপ ক্রিকেটের আয়োজন করা হয়। যাঁরা ক্রিকেট খেললেন তাঁরা সকলেই পুরোহিত কিংবা সংস্কৃত ভাষার পড়ুয়া। এই ম্যাচের অন্যতম উদ্দেশ্য ছিল সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার। এমনকী সংস্কৃতে ধারাভাষ্য সেই কারণেই।


আরও পড়ুন-  "বর্ণবৈষম্য, মোটেও মেনে নেওয়া যায় না" সিরাজের কাছে ক্ষমা চাইলেন Warner


আয়োজক কমিটির অন্যতম অভিষেক দুবে জানান, সংস্কৃত হল অনেক ভাষার জননী। আর আধুনিককালে দেশ কালের সীমানা ছাড়িয়ে ক্রিকেটের মধ্য দিয়ে সংস্কৃত ভাষার প্রসারই মূল লক্ষ্য। ইতিমধ্যেই এই ম্যাচের ছবি ভাইরাল হয়ে গিয়েছে।    


আরও পড়ুন- উপহার তো নয়ই, Virushka-র মেয়েকে হাসপাতালে দেখতে নিকট আত্মীয়দেরও No Entry