Ind vs Aus: ব্রিসবেনে ধোনিকে টপকে নজির Rishabh Pant-এর
কেরিয়ারের ১৬ নম্বর টেস্টে এই নজির গড়েন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের শেষ দিনে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নজির গড়লেন ঋষভ পন্থ। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন ২৩ বছর বয়সী পন্থ। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে টেস্টে হাজার রানের রেকর্ড গড়লেন ঋষভ পন্থ।
গাব্বায় মঙ্গলবার প্যাট কামিন্সের বলে চার মেরে টেস্টে হাজার রান পূর্ণ করেন ঋষভ পন্থ। ২৭ ইনিংস খেলে হাজার রান করলেন ২৩ বছর বয়সী পন্থ। এর আগে এই নজির ছিল মহেন্দ্র সিং ধোনির। ৩২ ইনিংসে টেস্টে হাজার রান করেন এমএসডি। পাঁচটি ইনিংস কম খেলেছেন পন্থ। কেরিয়ারের ১৬ নম্বর টেস্টে এই নজির গড়েন তিনি।
আরও পড়ুন- Ind vs Aus: ব্রিসবেনে সেঞ্চুরি হাতছাড়া Shubman-এর, সুবিধাজনক জায়গায় Team India
জাতীয় দলের জার্সিতে ১৬টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পন্থ। ওয়ান ডে তে পন্থের রান ৩৭৪ । আর টি-টোয়েন্টিতে ২১০ রান করেছেন তিনি।
আরও পড়ুন- Ind vs Aus: Natarajan-এর নো-বলে 'রহস্যে'র গন্ধ পাচ্ছেন Warne! সমালোচনার জবাব ভক্তদের