IND vs AUS: ব্রিসবেনে রিভিউ চাইলেন Pant, হেসে ওড়ালেন Rohit
পন্থের এক রিভিউ-এর আবেদনকে কার্যত হেসেই উড়িয়ে দিলেন দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![IND vs AUS: ব্রিসবেনে রিভিউ চাইলেন Pant, হেসে ওড়ালেন Rohit IND vs AUS: ব্রিসবেনে রিভিউ চাইলেন Pant, হেসে ওড়ালেন Rohit](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/15/301888-pant.jpg)
নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে চতুর্থ টেস্টের প্রথম দিনে উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্রমাগত বোলারদের উৎসাহ দেওয়ার পাশাপাশি অজি ব্যাটসম্যানদের মনসংযোগ নষ্ট করতে তৎপর ছিলেন ঋষভ পন্থ। সেই পন্থের এক রিভিউ-এর আবেদনকে কার্যত হেসেই উড়িয়ে দিলেন দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।
Rishabh Pant was heaps keen on this one but he was getting donuts from the cordon! #AUSvIND pic.twitter.com/p4kHh536IZ
— cricket.com.au (@cricketcomau) January 15, 2021
দিনের শেষ দিকে টি নটরাজনের বলে বিট হন অজি অধিনায়ক টিম পেইন। বল ধরেই আপিল করেন পন্থ। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তখন পন্থ স্লিপে দাঁড়িয়ে থাকা অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ আধিনায়ক রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার কথা বলেন। আর সেই কথা শুনে হেসে ফেলেন রোহিত শর্মা।
আরও পড়ুন- Ind vs Aus: লাবুশানের শতরান, বড় রানের পথে Australia,গাব্বায় অনভিজ্ঞ ভারতীয় বোলারদের লড়াই
ভিডিয়োটি টুইট করে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, পন্থের রিভিউ নেওয়ার ইচ্ছে থাকলেও অনুমতি পায়নি।
আরও পড়ুন- IND vs AUS: পুরনো রোগ সারছে না অজিদের, ব্রিসবেনেও বর্ণবিদ্বেষের শিকার Siraj