জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতের মোট প্রাপ্ত পদকের সংখ্য়া ৬! নেই কোনও সোনা। প্যারিস প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) ভারতের পদকের সংখ্য়া ২৯! এক-দু'জন নয়, ৭ জন জিতেছেন সোনা। তবুও প্য়ারালিম্পিয়ানদের নিয়ে সেভাবে কোথাও আলোচনা নেই। ভারতকে জ্য়াভলিন (এফ৪১ ক্য়াটেগরি) ছুড়ে সোনা এনে দিয়েছেন নবদীপ সিং (Navdeep Singh)। তাঁর উদযাপন ভাইরাল হয়ে গিয়েছিল রাতারাতি। তবে নবদীপের লড়াই মোটেই সহজ ছিল না। আজ তাঁকে হয়েতে অনেকেই চেনেন, তবে ৪ ফুট ৪ ইঞ্চির সোনাজয়ীকে বামন হওয়ায় শুনতে হয়েছে, নিজেকে শেষ করে দেওয়ার কথাও! শুভঙ্কর মিশ্রর পডকাস্টে এসে ২৩ বছরের হরিয়ানার যুবক শুনিয়েছেন হৃদয় ভাঙার গল্প।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ২০৪৮ উইকেট, ১২ হাজার রান! বাংলাদেশ সিরিজের আগেই অবসরের বিরাট আপডেট মহাতারকার



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করে নিজের টুপি দিয়ে এসেছেন নবদীপ। ৪৭.৩২ মিটার বর্শা ছুড়ে সোনা এনে দেওয়া দেশের 'সোনার' ছেলে বলছেন, 'জানেন আমরা সাহস কোথা থেকে পাই? যখন আমাকে বলা হয়েছিল যে, তুই তো কিছুই করতে পারবি না। এ কী জীবন তোর, এর চেয়ে ভালো নিজেকে শেষ করে দে।' নবদীপ আজও প্রতি মুহূর্তে বাবার অভাব বোধ করেন। দেখে যেতে পারেননি ছেলের সোনা জেতার মুহূর্ত! তাঁর হাত ধরেই পথচলা শুরু হয়েছিল। নবদীপ বাবার কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেন। উঠে যান পডকাস্ট ছেড়েও। সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার চোখ ভিজে গিয়েছে।



আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭


আরও পড়ুন: মেসিদের জিতিয়েছেন বিশ্বকাপ, ঘুরে গিয়েছেন কলকাতাও, স্টার ফুটবলার মাঠেই চড়ালেন!


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)