নিজস্ব প্রতিবেদন : আগের থেকে ভাল আছেন এখন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ফুটবল সম্রাট পেলে। মূত্রথলিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পেলের অবস্থা এখন আগের থেকে ভাল। তবে আরও কিছু পরীক্ষা করা এখনও বাকি। তাই অবিলম্বে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  যেন টেনিস বলের টুর্নামেন্টে খেপ খেলতে নেমেছিলেন! কী খেয়ে নামেন আন্দ্রে রাসেল?


এক সুইস ঘড়ি সংস্থার বিজ্ঞাপনী প্রচারে দিনকয়েক আগে প্যারিসে গিয়েছিলেন পেলে। অনুষ্ঠান শেষ হওয়ার পরই অসুস্থ বোধ করেন তিনি। তার পরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত কয়েক বছর ধরেই একাধিকবার মূত্রনালির সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হতে হতে হয়েছে পেলেকে। এবার অবশ্য তাঁর অবস্থা বেশ উদ্বেগজনক হয়ে উঠেছিল বলে খবর।  ফ্রান্সের তারকা এমবাপের সঙ্গে ওই অনুষ্ঠানে দেখা করেছিলেন পেলে। এর আগেই অবশ্য এমবাপে ব্রাজিল কিংবদন্তির সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। গত নভেম্বরে সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সেবারও পেলে অসুস্থ হয়ে পড়ায় আর এমবাপে সুযোগ পাননি। ১৯৫৮ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন। গত বিশ্বকাপে ১৯ বছর বয়সী এমবাপে ফাইনাল ম্যাচে গোল করে আলোচনায় আসেন। 


আরও পড়ুন-  IPL 2019 : ''রাহুল গান্ধীও জিতে যেতে পারেন, বেঙ্গালুরু আর পারবে না''



পেলের মুখপাত্র জানিয়েছেন, ''এখন পেলে আগের থেকে ভাল আছে। ওঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।'' ঠিক কবে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন পেলে! এই প্রশ্নের কোনো পাকাপাকি উত্তর দিতে পারেননি পেলের মুখপাত্র। তবে দিন দুয়েকের মধ্যে পেলের ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন তিনি।