নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার ব্রাইটনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়ল পেপ গুয়ার্দিয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। ভেঙে দিল ১৩ বছর আগে চেলসির করা রেকর্ড। ২০০৫ সালে ৯৫ পয়েন্টে ইপিএল শেষ করেছিল হোসে মোরিনহোর চেলসি। এবার ৩৭ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৯৭। শেষ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগে একশো পয়েন্টের মাইলফলক ছুঁতে মরিয়া ম্যান সিটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশের সেরা হয়েও জাতীয় দলে ব্রাত্য শিল্টন! ডাক পেলেন না সুব্রত, অর্ণবও


বৃহস্পতিবার ঘরের মাঠে ইত্তিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে এ মরসুমের শেষ ম্যাচ খেলল ম্যাঞ্চেস্টার সিটি। ব্রাইটনকে ৩-১ গোলে হারাল পেপ গুয়ার্দিয়ালার দল।  এক মরসুমে সর্বোচ্চ পয়েন্টের পাশাপাশি সর্বাধিক গোলের রেকর্ডও এখন ম্যাঞ্চেস্টার সিটির দখলে। চলতি মরসুমে সিটির ১০৫ গোল হয়ে গেল। ভেঙে গেল চেলসির করা রেকর্ড।



এদিনই সিটির জার্সিতে শেষ ম্যাচ খেললেন ইয়া ইয়া তোরে। আফ্রিকার অন্যতম সেরা ফুটবলারটির গন্তব্য এবার মার্কিন মুলুকে। মেজর লিগ সকারে খেলবেন আইভরি কোস্টের ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।



ব্রাইটনকে হারিয়ে ইপিএলে এখন সিটির পয়েন্ট ৯৭। রবিবার সাউদাম্পটনের মাঠে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ জিততে পারলেই ১০০ পয়েন্ট হবে ম্যাঞ্চেস্টার সিটির। প্রিমিয়ার লিগে আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা। এবার রেকর্ড পয়েন্টের লক্ষ্যে পেপ গুয়ার্দিয়ালার দল। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। লিগের শেষ ম্যাচ জিতে সেঞ্চুরি করতে মরিয়া ম্যান সিটি।