নিজস্ব প্রতিবেদন: গোলাপি বলে খেলতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি। মাঠে শিশির পরলে গোলাপি বলে খেলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারত অধিনায়ক। গোলাপি বলে খেলা হলে টেস্ট ম্যাচের প্রতি উত্সাহ বাড়বে বলেও ধারনা ক্যাপ্টেন কোহলির।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিঙ্ক বলে মজে কোহলি। ইডেনে গোলাপি বলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। কোহলির অধিনায়কত্বে ইডেনেই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। মঙ্গলবারই প্রথমবার গোলাপি বলে অনুশীলন করেন কিং কোহলি। ভারত অধিনায়ক মনে করেন, লাল বলের থেকে গোলাপি বল অনেকটা বেশি সুইং করে। বিরাট বলেন, "আমার মনে হয়, গোলাপি বল টেস্ট ক্রিকেটের উন্মাদনা আরও বাড়াবে। আমরা সবাই এব্যাপারে খুব উতসাহী। আমি গতকালই প্রথম গোলাপি বলে খেললাম। আমার মনে হল, লাল বলের তুলনায় গোলাপি বলে সুইং একটু বেশি হয়।"


আরও পড়ুন - গলিতে ক্রিকেট খেলতে নেমে পড়লেন বিরাট কোহলি! ভিড় জমল দেখতে


বোর্ড সভাপতি হওয়ার পরই কোহলিকে দিন-রাতের টেস্ট খেলতে রাজি করিয়ে ফেলেন সৌরভ গাঙ্গুলি। বোর্ড সভাপতির মতো বিরাটও মনে করছেন টেস্টে উতসাহ ফেরাতে দিন-রাতের টেস্ট একটা নতুন পদক্ষেপ।