নিজস্ব প্রতিবেদন: ভারত-ইংল্যান্ড চলতি দ্বিতীয় টেস্ট রীতিমতো ঘটনাবহুল! লর্ডসে তৃতীয় দিনের লাঞ্চের পর মাঠে ঢুকে পড়লেন এক ব্যক্তি। ভারতের জার্সি গায়ে মাঠে ঢুকে পড়া আগুন্তুকের জার্সির পিছনে লেখা 'জারভো'! নিজেকে তিনি ভারতীয় ফ্যান বলেই দাবি করেননি! তাকে বাধা দিতে আসা নিরাপত্তারক্ষীদের তিনি চমকে দেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Finger on Lips সেলিব্রেশন কেন? মুখ খুললেন Mohammed Siraj


নিজের জার্সিতে থাকা বিসিসিআই-এর লোগোর দিকে আঙুল দেখিয়ে ওই ফ্যান বোঝাতে চান তিনি ভারতেরই প্লেয়ার। এই ঘটনা দেখে ভারতীয় দলের খেলোয়াড়রা শুধুই অবাক হননি, হাসিতে লুটোপুটি খান ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ। এমনকী ধারাভাষ্যকারদের মধ্যেও ওঠে হাসির রোল। এদিনই এক দল ইংরেজ সমর্থক চূড়ান্ত অভব্যতা করেন মাঠে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা কেএল রাহুলকে (KL Rahul) লক্ষ্য করে তাঁরা ছোড়েন শ্যাম্পেনের কর্ক। মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা গিয়েছে একাধিক কর্ক। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সোশ্যাল মিডিয়া।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)