নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) ভারতীয় হকির দুরন্ত সাফল্যের মাঝেই দেশবাসীকে দারুণ সংবাদ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি সিদ্ধান্ত নেন যে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মানের নামকরণ হকির জাদুকর ধ্যানচাঁদের নামেই করেন তিনি। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tokyo Paralympics 2020: যে বিজ্ঞাপন ঝড় তুলে দিয়েছে! দেখেছেন কি?


রবিবার মোদী তাঁর রেডিয়ো অনুষ্ঠান 'মন কী বাত'-এ শ্রদ্ধার্ঘ্য জানালেন ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদের ১১৬ তম জন্মবার্ষিকী আজ। ফি-বছর ধ্যানচাঁদের জন্মদিন দেশে ক্রীড়া দিবস হিসেবেই পালিত হয়। মোদী বলেন, "মেজর ধ্যনচাঁদ হকিতে ভারতীয় ক্রীড়াকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা হয়তো অনেক পদক জিতেছি, কিন্তু ভারত সবসময় হকিতে পদকের কামনাই করে এসেছে। ধ্য়ানচাঁদ সেই রাস্তা আমাদের দেখিয়েছেন। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই মোমেন্টাম হারালে চলবে না। স্পোর্টসের দিকটা এগিয়ে নিয়ে যেতে হবে।" মোদী আরও বলেন, "আমাদের স্পোর্টসে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীমূলক মানসিকতা রাখতে হবে। এটা সকলের অবদানেই সম্ভব। তবেই ভারত অন্য উচ্চতায় পৌঁছাবে।"


১৯৮০ থেকে ২০২১। মাঝে পার হয়ে গিয়েছে ৪১ বছর। অলিম্পিক্স পুরুষদের হকিতে ভারত ব্রোঞ্জ জিতেছে সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্সে। মণবীর-শ্রীজেশরা ফুল ফুটিয়েছেন হকি স্টিক হাতে। গর্বিত করেছেন দেশবাসীকে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)