নিজস্ব প্রতিবেদন: পিভি সিন্ধুরা (PV Sindhu) টোকিও অলিম্পিক্স  (Tokyo Olympics 2020) উড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। তখনই মোদী তাঁকে অলিম্পিক্সের জন্য শুভেচ্ছা জানিয়ে ছিলেন। মোদী এও বলেছিলেন যে, সিন্ধুরা অলিম্পিক্স থেক দেশে ফিরতে তিনি তাঁদের সঙ্গে আইসক্রিম খাবেন। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে সিন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মোদী। সিন্ধুর সঙ্গে এক টেবিলে আইসক্রিম খেলেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল ১৫ অগাস্টের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টোকিও অলিম্পিক্সে যাওয়া ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে সাতটি পদক নিয়ে নীরজ চোপড়া ও সিন্ধুরা দেশে ফিরেছিলেন। অলিম্পিক্সের ইতিহাসে ভারতের এবার পারফরম্যান্সই ছিল শ্রেষ্ঠ। লালকেল্লায় ভাষণের পর মোদী তাঁর বাসভবনে সিন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানেই আইসক্রিম পর্বই ছিল আলোচনায়।



আরও পড়ুন: 75th Independence Day: টোকিও অলিম্পিক্স তারকাদের ভূয়সী প্রশংসায় PM Modi


লালকেল্লায় ৮৮ মিনিটের জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী সিন্ধুদের ভূয়সী প্রশংসা করেছিলেন, তিনি বলেছিলেন,"টোকিও অলিম্পিক্সে যে অ্য়াথলিটরা আমাদের গর্বিত করেছেন, তাঁরা আজ আমাদের সঙ্গে আছেন। আমি দেশবাসীকে আবেদন করব তাঁদের কৃতিত্বকে সাধুবাদ জানানোর জন্য। এই অ্যাথলিটরা শুধু আমাদের হৃদয়ই জয় করেনি। আগামীর প্রজন্মকে অনুপ্রাণিত করেছন। দেশের জন্য এটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সময়। এই দশকে আমাদের আরও প্রতিভা অন্বেষণ করতে হবে। প্রযুক্তি আর পেশাদারিত্বের মেলবন্ধনে দেশের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে হবে।"


রিও অলিম্পিক্সে (Rio Olympics 2016) রুপো পেয়েছিলেন সিন্ধু। আর এবার টোকিও অলিম্পিক্স থেকে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরছেন ভারতের স্টার শাটলার।  সিন্ধু দেশের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে দ্বিতীয়বার পদক জিতলেন। কুস্তিগীর সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত দক্ষতায় জোড়া অলিম্পিক্স পদক জয়ের নজির গড়েছেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)