নিজস্ব প্রতিবেদন: ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হয়েছিল পিটি ঊষার। মাত্র মাত্র ১/১০০ সেকেন্ডের জন্য পদক না পাওয়ার আক্ষেপটা এতদিনে গেল 'কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড'-এর। নীরজের সোনা জেতায় আজ খুশি পিটি ঊষা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টুইটারে নীরজের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে কিংবদন্তি স্প্রিন্টার লিখলেন, "আমার ৩৭ বছরের অধরা স্বপ্নপূরণ হলো আজ। অনেক ধন্যবাদ আমার ছেলে"


আরও পড়ুন: Tokyo Olympics: ইতিহাস তৈরি হল, সোনার ছেলের প্রশংসায় PM Modi, Mamata



গত ২৬ জুলাই পিটি ঊষার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিল জি ২৪ ঘণ্টা। সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন যে, নীরজ পদক নিয়েই ভারতে ফিরবেন। সেদিন পিটি ঊষা বলেছিলেন যে, ধারাবাহিকতার বিচারে নীরাজ চোপড়া এক নম্বর। টোকিওতে তাঁর পদক জয়ের সম্ভাবনা আছে। আর আজ দেশকে অ্যাথলেটিক্সে প্রথম পদক, তাও আবার সোনা এনে দিলেন নীরজ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)