Tokyo Olympics: ইতিহাস তৈরি হল, সোনার ছেলের প্রশংসায় PM Modi, Mamata
জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)।
নিজস্ব প্রতিবেদন: অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। আর ব্যক্তিগত বিভাগে এটা ভারতের দ্বিতীয় সোনা। এর আগে ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সোনার ছেলেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটারে লিখেছেন,'ইতিহাস তৈরি হল।'
প্রধানমন্ত্রী (PM Modi) টুইটারে লিখেছেন, টোকিয়োয় ইতিহাস তৈরি হল। নীরজ যা অর্জন করেছে তা চিরস্মরণীয় থেকে যাবে। ব্যতিক্রমী সাফল্য তরুণ নীরজের। আবেগ ও অতুলনীয় দৃঢ়তা নিয়ে খেলেছে। অলিম্পিক্সে সোনা জেতার জন্য অভিনন্দন।
History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold. #Tokyo2020 https://t.co/2NcGgJvfMS
— Narendra Modi (@narendramodi) August 7, 2021
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) কথায়,'নীরজ চোপড়ার ইতিহাসিক জয়। জ্যাভেলিনে আপনার সোনা অনেক বাধা পেরিয়ে ইতিহাস তৈরি করেছে। অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আপনি প্রথম সোনা পেলেন আপনি। আপনার সাফল্য যুবদের উদ্ধুদ্ধ করবে। ভারত উচ্ছ্বসিত। অভিনন্দন।'
Unprecedented win by Neeraj Chopra!Your javelin gold breaks barriers and creates history. You bring home first ever track and field medal to India in your first Olympics. Your feat will inspire our youth. India is elated! Heartiest congratulations!
— President of India (@rashtrapatibhvn) August 7, 2021
মুখ্যমন্ত্রী টুইট করেছেন, ইতিহাস রচনা হল। অলিম্পিক্সে সোনার জেতার জন্য জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে নিয়ে গর্ব বোধ করছি। আজ এই জয় নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত। তোমাকে অনেক অনেক অভিনন্দন।
History has been scripted!
Beyond proud of Javelin thrower @Neeraj_chopra1 for winning the Gold Medal at the #Olympics2020!
Today, the entire nation shall rejoice in this glorious victory! Many, many Congratulations to you!
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2021
শনিবার শুরুটাই দুর্দান্ত করেন নীরজ। প্রথম চেষ্টায় ছোড়েন ৮৭.০৩ মিটার। দ্বিতীয়বার নিজেকে ছাপিয়ে যান। ৮৭.৫৮ মিটার দূরে গিয়ে পড়ে জ্যাভেলিন। তখনই হাত তুলে তাঁর জয়ের ভঙ্গিমা বুঝিয়ে দিয়েছিল পদক আসছে। এবার সোনা জেতার অন্য়তম দাবিদারও ছিলেন নীরজ। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। সোনা জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।
আরও পড়ুন-