নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির প্রথম পর্ব। এবং প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন টিম ইন্ডিয়ার ফর্ম হারানো দুই মিডল অর্ডার ব্যাটার চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। প্রথম পর্বে মাঠে নামবে ৩৮টি দল। কলকাতা, রাজকোট, আহমেদাবাদ, কটক, দিল্লি, হরিয়ানা গুয়াহাটি,চেন্নাই ও  তিরুবনন্তপুরমের মতো নয়টি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। সেই জন্য নয়টি আলাদা জৈব বলয় তৈরি করা হচ্ছে। সেটা মঙ্গলবার জানিয়ে দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত রঞ্জি জয়ী সৌরাষ্ট্রকে এ বার নেতৃত্ব দেবেন পূজারা। অন্যদিকে পৃথ্বী শাহের অধিনায়কত্বে রঞ্জি খেলবেন রাহানে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই সিনিয়রের দ্বৈরথ দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট। সুত্র মারফত আরও জানা গিয়েছে যে এ বার প্রতিটি দলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩০জনকে রাখা যাবে। তবে এর মধ্যে ২০জন ক্রিকেটারকে ম্যাচ ফি দেবে বোর্ড। চূড়ান্ত একাদশে থাকা ক্রিকেটার পাবেন ১০০ শতাংশ ম্যাচ ফি। রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা পাবেন ৫০ শতাংশ ম্যাচ ফি। 


আরও পড়ুন: Anil Kumble-র পর এ বার Rahul Dravid-কে 'ট্রোল' করলেন Harbhajan Singh!


আরও পড়ুন: IPL 2022: CSK-র নেটে ফের 'মাহি মার রাহা হ্যায়' মেজাজে MS Dhoni


এছাড়া প্রতিটি দল ম্যাচ খেলতে নামার আগে পাঁচদিনের নিভৃতবাসে থাকা বাধ্যতামূলক। এর মধ্যে নিভৃতবাসে থাকার সময় দ্বিতীয় ও পঞ্চম দিন সবাইকে আরটি-পিসিআর টেস্ট করানোর নির্দেশিকা দিয়েছে বোর্ড। সেই টেস্টের ফল নেগেটিভ এলেই ম্যাচের দুই দিন আগে মিলবে অনুশীলন করার অনুমতি। তবে ম্যাচের আগে কিংবা খেলা চলার সময় কোন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে, দুজন 'কোভিড রিজারভ'-এর ব্যবস্থা রেখেছে বিসিসিআই। 


মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে রঞ্জি ট্রফির নক-আউট পর্বের ম্যাচ। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App