জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  সিঙ্গাপুর ওপেন ব্য়াডমিন্টনের সেমিফাইনালে গেলেন পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ চিনের হান ইউয়ি। ম্যাচের ফল ১৭-২১, ২১-১১, ২১-১৯। প্রথম গেমে ১৫-১৫ হওয়া সত্বেও সেই গেমে হেরে গিয়েছিলেন সিন্ধু। কিন্তু তার পরেই দ্বিতীয় গেম থেকেই তিনি ঘুরে দাঁড়ান। সেখান থেকে ২১-১১ ফলে সমতা ফেরান হায়দরাবাদের মেয়ে। জোরাল শট মেরে এই গেমে তিনি কোণঠাসা করে দেন চিনা প্রতিপক্ষকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। হান ইউয়ি এই সময়ে প্রতি-আক্রমণ শুরু করেছিলেন। এক সময়ে ১৬-১৬ হয়ে গিয়েছিল এই গেম। এর পরে ১৯-১৯ হয়ে যায়। কিন্তু সিন্ধু দুরন্ত ছন্দে খেলে ম্যাচ বার করে নেন ২১-১৯ ফলে।


শুক্রবার ভারতের আরও দুই ব্যাডমিন্টন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে নামছেন। সাইনা নেহওয়াল ও এইচএস প্রণয়।


আরও পড়ুন: Yuzvendra Chahal, ENG vs IND: লর্ডসের বাইশ গজে কোন বিরল রেকর্ড গড়লেন চাহাল? জেনে নিন


আরও পড়ুন: Rohit Sharma: মানবিক রোহিত শর্মা, আহত মীরাকে চকোলেট দিলেন 'হিটম্যান'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)