নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের নভেম্বরে বসতে চলছে কাতার ফুটবল বিশ্বকাপের আসর। গ্রুপ বিন্যাস ঘোষিত হওয়ার পর থেকেই বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। গ্যালারিতে বসে বিশ্বকাপ উপভোগ করতে যারা আগ্রহী, তাঁদের জন্য সুখবর।  কারণ এ বার গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে খরচ হবে আইপিএল-এর (IPL) থেকেও কম!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রুপ পর্বে স্পেন-জার্মানি ম্যাচের টিকিটের দাম ২৫০ কাতারি রিয়েল। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৫,২১১ টাকায়। আইপিএলের ম্যাচে গ্যালারির কিছু অংশের টিকিটের দাম কিন্তু এর প্রায় দ্বিগুণ। অর্থাৎ বিশ্বকাপ দেখতে যে কাতার দেশে কাতারে কাতারে ফুটবলপ্রেমীরা ভিড় জমাবেন, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। গত ২৯ মার্চ প্রথম দফার টিকিট বিক্রি শেষ হয়েছে। ফিফার তরফে খবর, সেই পর্বে ৮ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই পর্বে বেশি টিকিট কেটেছেন ইংল্যান্ড, কাতার, আমেরিকা, মেক্সিকো ও আমিরশাহীর ফুটবলপ্রেমীরা। টিকিটের চাহিদার নিরিখে বিশ্বে ভারত রয়েছে সপ্তম স্থানে। আপাতত চলছে টিকিট বিক্রির দ্বিতীয় পর্যায়। যা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। তৃতীয় পর্ব শুরু হবে মাস কয়েক পরে।


ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কেটে ফেলা যাবে টিকিট। মোট চারটে বিভাগে ভাগ করা হয়েছে বিশ্বকাপের টিকিট। এক, দুই ও তিন ক্যাটাগরির টিকিট বিশ্বের সকলে কিনতে পারলেও চতুর্থ ক্যাটাগরিটি সংরক্ষিত কাতারবাসীদের জন্য। তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম রীতিমতো আকাশছোঁয়া। ফাইনালে সর্বনিম্ন টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ৪৫ হাজার ৮২৮ টাকা।


আরও পড়ুন: Mahendra Singh Dhoni: কেমন ছিলেন মারমুখী মেজাজের MS Dhoni? অজানা গল্প শোনালেন Wriddhiman Saha


আরও পড়ুন: Covid-19, IPL 2022: ক্রোড়পতি লিগে ফের করোনা আতঙ্ক, আক্রান্ত Delhi-র এক বিদেশি ক্রিকেটার, নিভৃতবাসে Rishabh Pant-এর দল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)