নিজস্ব প্রতিবেদন:  আজ কল্যাণীতে ডার্বির মহড়ায় নামছে ইস্টবেঙ্গল। আলেসান্দ্রোর দলের সামনে গোকুলাম কেরালা। গোয়ার মাটিতে চার্চিলের কাছে হারের পর বড় ম্যাচের আগে ঘুরে দাঁড়ানোর লড়াই লাল-হলুদের সামনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যোসেফ-কিসেকাদের মোকাবিলা করার আগে আলেসান্দ্রোকে ভাবাচ্ছে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের তিনটে করা কার্ড দেখা। ক্রেসপি বা কাসিম বুধবার কার্ড দেখলে খেলতে পারবেন না রবিবারের বড় ম্যাচ। তাই কার্ড নিয়ে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন স্প্যানিশ কোচ। কার্ড সমস্যার মতোই চিন্তা রয়েছে স্ট্রাইকারদের ফিনিশিংয়ের অভাব নিয়ে। সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন মার্কোসরা। গোলের রাস্তা খুঁজে বের করে বুধবার ৩ পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল।


আজ লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে আভাস থাপার। ডুরান্ডে গোকুলামের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল আলেসান্দ্রোর দলকে। বুধবার যোসেফদের হারিয়ে জয়ের রাস্তায় ফেরার পাশাপাশি ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া কোলাডো-মার্কোসরা।


আরও পড়ুন - ৯,৪,৩*,১১,১২,৭ ও ১৬- তিন নম্বরের কিং কেন চারে? বিস্মিত হেডেনও