নিজস্ব প্রতিবেদন : টসের মিনিট পনেরো আগে বৃষ্টি। সেই বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। বৃষ্টিতে উইকেট স্যাতস্যাতে হয়েছিল। তখনই অনেকে বলেছিলেন, এই উইকেটে ব্যাটিং করা সহজ হবে না। বাস্তবে হলও তাই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার টসে জিতে ফিল্ডিং নিলেন। অ্যান্টিগার স্যাতস্যাতে উইকেটে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টালমাটাল হল ভারতীয় ব্যাটিং লাইন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোহলি, রোহিতদের খুনের হুমকি, গ্রেফতার ১৯ বছরের তরুণ



২৫ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় ব্যাটিং লাইন। অজিঙ্ক রাহানে তখনই হাল ধরেন। ৮১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অজিঙ্ক। তাঁর সেই লড়াকু ইনিংসের সৌজন্যে ভারত আপাতত ২০৩/৬। ক্যারিবিয়ান পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলিরা। এমনকী, ভারতের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাও রান পেলেন না। কে এল রাহুল ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছিলেন। তবে ব্যক্তিগত ৪৪ রানের মাথায় তিনি সাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হন। কেমার রোচ একাই দায়িত্ব নিয়ে ভারতীয় টপ-অর্ডারে ধস নামিয়ে দিলেন। হনুমা বিহারীকে সঙ্গে নিয়ে রাহানে লড়াই চালালেন। ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা রয়েছেন ক্রিজে। ম্যাচের ৬৯তম ওভার থেকে বৃষ্টি শুরু হয়।


আরও পড়ুন-  সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা! বিরাট কোহলির ভবিষ্যদ্বাণী করলেন শেহবাগ


রাহানের ফর্ম নিয়ে আলোচনা চলছিল গত কয়েকদিন ধরে। এমনকী, টেস্ট শুরুর আগে তাঁর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই রাহানে সঠিক সময় নিজেকে চিনিয়ে দিলেন।