জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে (IND vs IRE, T20 World Cup 2024)। গা ঘামানোর ম্য়াচে ভারত হেলায় হারিয়েছিল বাংলাদেশকে। রোহিতরা মোটামুটি নিজেদের পরখ করে নিয়েছেন। এবার আইরিশদের বিরুদ্ধে অ্যাকশন। এই প্রথম বিশ্বকাপের আসর বসেছে মার্কিন মুলুকে। অতীতে কখনও এই দেশ কাপযুদ্ধের আয়োজন করেনি। ভারতীয় দলের হয়ে অন্তিম অ্যাসাইনমেন্টে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি জো বাইডেনের দেশে এসে বারবার চমকে যাচ্ছেন। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে সেকথাই বললেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs PAK | T20 World Cup: 'সব হিসেব...' নিউ ইয়র্কে জোড়া পাক মিসাইল হামলা! রোহিতদের কড়া হুঁশিয়ারি মহারথীর


দ্রাবিড় আমেরিকায় বিশ্বকাপের প্রসঙ্গে বলেন, 'যখন বিশ্বকাপ নতুন কোনও দেশে অনুষ্ঠিত হয়, তার অভিজ্ঞতা কিছুটা হলেও আলাদা হয় বটেই। অন্য়রকম একটা রোমাঞ্চ কাজ করে। দেখতে গেলে উত্তেজনার ওঠাপড়ার পারদও ভিন্ন। আমেরিকায় কিন্তু ক্রিকেট মেজর স্পোর্টসের মধ্য়ে পড়ে না। আশা করি, আমার যখন খেলতে নামব। তখন ভারতীয় ফ্য়ানরা আসবেন। তাঁদের মধ্য়েও সেই একই রকম উত্তেজনা থাকবে।'


দ্রাবিড়কে অবাক করেছে, পাবলিক পার্কে টিম প্র্যাকটিসের ব্য়াপারটা। সেই প্রসঙ্গে 'দ্য ওয়াল' বলেন, 'দেখুন অনুশীলনে আমরা ঠিক যেরকম পেশাদারিত্বের মধ্য়ে দিয়ে যাই, এখানে কিন্তু ঠিক সেরকম নয়। বলতে গেলে বেশ অদ্ভুতই লেগেছে। এ কী আমরা পার্কে প্র্যাকটিস করছি! আমরা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারি। সেখানে পাবলিক পার্কে প্র্য়াকটিস করার ব্য়াপারটায় বেশ বিস্মিত হয়েছি। কিন্তু এখানে আমরা এসেছি। সত্য়ি বলতে খুব মজা হচ্ছে কিন্তু। দেখতে গেলে নতুন কিছুই ঘটতে থাকছে...' বোঝাই যাচ্ছে যে, দ্রাবিড় চুটিয়ে উপভোগ করছেন মার্কিন মুলুকের মেগাযুদ্ধ।


আরও পড়ুন: IND vs IRE 2024 | T20 World Cup 2024 Live Streaming: আইরিশদের বিরুদ্ধে বুধে রোহিতদের শুভারম্ভ, জানুন খেলা দেখার সব রাস্তা



 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)