Rahul Gandhi: `অনেক ভিডিয়ো কল হয়েছে, এবার টাকা দেওয়া হোক!` মোদীকে বিঁধলেন রাহুল
২০১৮ এশিয়ান গেমসের টাকাও এখনও অনেকে পাননি!
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) এবার অন্য ইস্যুতে সরব হলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) বিঁধলেন অ্যাথলিটদের বকেয়া টাকা না মেটানোর ইস্যুতে।
মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলছে যে, দেশের একাধিক কৃতী অ্যাথলিটদের যে নগদ পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আন্তর্জাতিক আঙিনায় ভাল পারফরম্যান্সের জন্য, তা বাস্তবে প্রতিশ্রুতি হয়েই রয়ে গিয়েছে! এমনকী ২০১৮ এশিয়ান গেমসের টাকাও এখনও অনেকে পাননি! এর প্রমাণ হিসেবে রাহুল বেশ কিছু মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনের ছবির স্ক্রিনশট তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে মোদীকে আক্রমণ করলেন।
আরও পড়ুন: Mirabai Chanu: ভোলেননি একজনেরও অবদান! ১৫০ ট্রাক চালককে অনন্য সম্মান মহানুভব চানুর
রাহুল সোমবার ইনস্টাগ্রামে লেখেন, "শুভেচ্ছার সঙ্গেই প্লেয়ারদের বকেয়া দেওয়া উচিত। ক্রীড়া বাজেটে কোনও কাটছাঁট নয়। অনেক ভিডিয়ো কল হয়েছে। এবার হাতে নগদ পুরস্কার দেওয়া হোক।" রাহুল যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেখানে, দেখা যাচ্ছে যে, বিগত ৪ বছর হরিয়ানার অলিম্পিয়ানরা হাতে টাকা পাননি। এমনকী জানা যাচ্ছে টোকিও অলিম্পিক্সে পদক জয়ী নীরজ চোপড়া ও বজরং পুনিয়ারও নাকি বকেয়া আছে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)