নিজস্ব প্রতিবেদন: দেশের 'গোল্ডেন বয়' নীরজ চোপড়ার (Neeraj Chopra) ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় সেনা। কারণ নীরজ শুধুই একজন অ্যাথলিট নন, তিনি ভারতীয় সেনার সুবেদার পদেও নিযুক্ত। রাজপুতানা রাইফেলসে নীরজের সহযোদ্ধারা নীরজ সোনা জেতার পর তাঁর নামে জয়ধ্বনি দেন। আর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায়।





COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Tokyo 2020: বাড়ি ফিরেই শুনলেন 'বোন আর নেই'! কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় অলিম্পিয়ান


২০১৬ সালে নায়েব সুবেদার পদে নীরজকে ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্টে নিযুক্ত করা হয়েছিল। সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে-সহ ভারতীয় সেনাবাহিনীর সকল পদস্থ কর্তা নীরজকে সোনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। অলিম্পিক্স ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্সের সাক্ষী থাকল টোকিও। ভারত এবার ৭ টি পদক জিতেছে। এর আগে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারত জিতেছিল জিতেছিল হাফ জজন পদক।


দেখে নেওয়া যাক এবারের ভারতীয়দের পারফরম্যান্স:


নীরজ চোপড়া (জ্যাভেলিনে সোনা)


মীরাবাঈ চানু (৪৯ কেজি ভারোত্তোলনে রুপো)


রবি দাহিয়া (৫৭ কেজি ভারোত্তোলনে রুপো)


ভারতীয় পুরুষ হকি দলের ব্রোঞ্জ লভলিনা বড়গোহাঁই (মহিলাদের ওয়াল্টারওয়েট বক্সিং)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)