নিজস্ব প্রতিবেদন: চলতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2022) টানা চতুর্থ শতরান করার সুযোগ হাতছাড়া করলেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করার পর, সেমি ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে ১০০ ও ১৮১ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। তবে বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে রঞ্জির মেগা ফাইনালে (Ranji Final 2022) ৭৮ রানে আটকে গেলেন যশস্বী। ফলে প্রথম দিনের শেষে নির্ধারিত ৯০ ওভারে ৫ উইকেটে ২৪৮ তুলল মুম্বই (Mumbai)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিন্নাস্বামীতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মুম্বই। পৃথ্বী শাহের (Prithvi Shaw) সঙ্গে ওপেনিং জুটিতে মুম্বইকে শক্ত ভিতে বসিয়ে দেন যশস্বী। পৃথ্বী দলগত ৮৭ রানের মাথায় আউট হলে, ওপেনিং দুটি ভেঙে যায়। ৭৯ বলে ৪৭ রান করে অনুভব আগরওয়ালের (Anubhav Agarwal) বলে বোল্ড হন মুম্বই অধিনায়ক। যদিও মুম্বই প্রথম দিনের লাঞ্চে ১ উইকেটের বিনিময়ে ১০৫ রান তোলে।



দিনের প্রথম সেশনে যদি মুম্বইয়ের দাপট বজায় থাকলেও, দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরে আসে মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পন্ডিতের (Chandrakant Pandit) ছেলেরা দ্বিতীয় সেশনে ৯৬ রান খরচ করলেও, আরও ৩টি উইকেট তুলে নেয়। এরমধ্যে যশস্বীর মহা মূল্যবান উইকেট ছিল। জসওয়াল ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৩ বলে ৭৮ রান করে মাঠ ছাড়েন। অনুভবের বলে যশ দুবের হাতে ধরা পড়েন তিনি। 


আরমান জাফর (Armaan Jaffer) ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ২৬ রান করেন। তাঁকে আউট করেন কুমার কার্তিকেয় (Kumar Kartikeya)। তাঁর ক্যাচ ধরেন যশ দুবে। সুবেদ পার্কার (Suved Parkar) ২টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ১৮ রান করেন। তাঁর উইকেট নেন সারাংশ জৈন। তাঁর ক্যাচ ধরেন মধ্যপ্রদেশের অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব।


যদিও দিনের শেষে সরফরাজ খান (৪০*) ও শামস মুলানি (১২*) ষষ্ঠ উইকেটে দলকে আগলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ বাকি সময়ের খেলায় দুরন্ত কামব্যাক করে মধ্যপ্রদেশ। অফ স্পিনার সারাংশ ৩১ রানে ২ ও অনুভব ৫৬ রানে ২ উইকেট নিয়েছেন। 


আরও পড়ুন: Wriddhiman Saha: কেন ফের একবার সেই সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঋদ্ধি? জানতে পড়ুন


আরও পড়ুন: Washington Sundar: Sourav Ganguly, VVS Laxman-দের কাউন্টি ক্লাবে খেলবেন Team India-র এই অলরাউন্ডার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)