নিজস্ব প্রতিনিধি- দলে সুযোগ করে দেওয়া হবে। যোগ্যতা না থাকলেও চলবে। দিতে হবে মোটা টাকার ঘুষ। ক্রিকেটকে স্বচ্ছ করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই। কিন্তু তার পরও এমন কাণ্ড। এবার তিন ক্রিকেটারের থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল এক নির্বাচকের বিরুদ্ধে। তিন ক্রিকেটারের থেকে তিনি ৮০ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। দিল্লির তিন ক্রিকেটারকে তিনি তিন রাজ্যের রনজি দলে সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বদলে তিন জনের থেকে সব মিলিয়ে ৮০ লাখ টাকা ঘুষ নেন তিনি। যদিও মোটা অঙ্কের টাকা সেই নির্বাচককে দেওয়ার পরও দলে জায়গা পাননি তিনজন ক্রিকেটার। সেই নির্বাচকের বিরুদ্ধে তিন ক্রিকেটার বিসিসিআইয়ের কাছে অভিযোগ জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-  চায়ের কাপে তুফান তুলে যুদ্ধ ঘোষণা ধোনি-কোহলির
 
বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার আঞ্চলিক কর্তা আয়ুষ্মার উপাধ্যায় জানিয়েছেন, কনিষ্ক গৌর, কিষাণ আত্রি ও শিভম শর্মা নামের তিন ক্রিকেটার আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। ওদের অভিযোগের ভিত্তিতে সেই নির্বাচকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। নাগাল্যান্ড, মণিপুর এবং ঝাড়খণ্ডের রনজি দলে সুযোগ করে দেওয়া হবে বলে সেই নির্বাচক মোট ৮০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। কনিষ্ক আত্রি নামক সেই ক্রিকেটার স্বীকার করেছেন, গত বছর তাঁকে নাগাল্যান্ড দলে সুযোগ করে দেওয়া হবে সেই নির্বাচক ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন। বদলে তাঁকে পাঁচটি ম্যাচে খেলার সুযোগ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই নির্বাচক। এর আগে ঘুষ দিয়ে নাগাল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। তারপরই ব্যাপারটা জানাজানি হয়ে যায়। নাগাল্যান্ড ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন নিয়ে তাঁর হাতে যে চিঠি ছিল সেটি ভুয়া। ওই রাজ্যের ক্রিকেট বোর্ডের সদস্য-সহ মোট এগারো জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।