Ravindra Jadeja, Border Gavaskar Trophy 2022-23: চেনা চিপকে দারুণ কামব্যাক, অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে অজিদের মহড়া নিতে মরিয়া `স্যর জাদেজা`
জাদেজার এমন পারফরম্যান্সের পর সৌরাষ্ট্রের টার্গেট দাঁড়াল ২৬৬ রানের। যদিও রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে ১ উইকেট হারিয়েছে সৌরাষ্ট্র। শেষদিন কি ২০১৯-২০ মরসুমের চ্যাম্পিয়নরা কি বাকি ২৬২ রান তাড়া করতে পারবে? নাকি ম্যাচ হবে ড্র?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিপকের (Chepauk Stadium) লাল মাটির বাইশ গজকে তামিলনাড়ু (Tamil Nadu) যতটা চেনে, ঠিক তেমনই এই এম এ চিদাম্বরমের (M . A. Chidambaram Stadium) পিচকে হাতের তালুর মতো চেনেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। কারণ আইপিএল-এর (IPL) মঞ্চে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বোলিংকে যে তিনিই বছরের পর বছর ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই তো চোট সারিয়ে পাঁচ মাস পরে মাঠে ফেরার জন্য এই পয়া মাঠকেই বেছে নিয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা অলরাউন্ডার।
দ্বিতীয় ইনিংসে তাঁর স্পিন ম্যাজিকের কাছে ধরাশায়ী তামিলনাড়ু। প্রথম ইনিংসে ৪৮ রানে ১ উইকেট নিলেও, দ্বিতীয় ইনিংসে দেখালেন দাপট। সৌরাষ্ট্রের (Saurashtra) অধিনায়ক নিলেন মাত্র ৫৩ রানে ৭ উইকেট। এমন পারফরম্যান্স করে জাদেজা বুঝিয়ে দিলেন যে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে জুটি বেঁধে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2022-23) অস্ট্রেলিয়ার (Australia) মহড়া নিতে তিনি প্রস্তুত। কামব্যাক ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে সেই বলের ছবি টুইটারে পোস্ট করলেন জাড্ডু। ক্যাপশনে লিখেছেন, ' ফার্স্ট চেরি অফ দ্য সিজন। #রেডচেরি'।
চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) ম্যাচে মোট ১০১ রানে ৮ উইকেট নিলেও, জাদেজা কিন্তু এই ম্যাচে শুরুতে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। হাত ঘুড়িয়ে ১ উইকেট নেওয়ার পর, তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩ বলে ১৫। তবে দ্বিতীয় ইনিংসে পিচ ভাঙতেই জাদেজাকে তাঁর চেনা মেজাজে দেখা গেল। চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিন সহায়ক। সেই উইকেট কাজে লাগালেন তিনি। নারায়ণ জগদীশন, বাবা অপরাজিত, বাবা ইন্দ্রজিৎ, বিজয় শঙ্কররা তাঁর স্পিনের সামনে দাঁড়াতেই পারলেন না। মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু।
জাদেজার এমন পারফরম্যান্সের পর সৌরাষ্ট্রের টার্গেট দাঁড়াল ২৬৬ রানের। যদিও রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে ১ উইকেট হারিয়েছে সৌরাষ্ট্র। শেষদিন কি ২০১৯-২০ মরসুমের চ্যাম্পিয়নরা কি বাকি ২৬২ রান তাড়া করতে পারবে? নাকি ম্যাচ হবে ড্র? জাদেজা কি বোলিংয়ের পর এবার ব্যাট হাতেও তাঁর 'তরোয়াল' চালাতে পারবেন? সেটা জানার জন্য আর কয়েক ঘন্টা অপেক্ষা করতেই হবে।
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। এর আগে বাইশ গজে পারফর্ম করে নিজের উপস্থিতি বুঝিয়ে দিলেন জাদেজা। এবার তাঁর ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই-এর মেডিক্যাল বোর্ডের সদস্যরা। ২০২২ সালের অগাস্টে এশিয়া কাপের সময় ডান হাঁটুতে গুরুতর চোট পান জাদেজা। দীর্ঘ পাঁচ মাস পরে আবার রাজার মতো মাঠে ফিরলেন 'স্যর জাদেজা'।