Hardik Pandya and Rahul Dravid: ফের চোটের জন্য ছিটকে যাওয়া! কোন ওপেনারের উপর বেজায় চটলেন হার্দিক-দ্রাবিড়!

জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটি একদিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ২৫ বছরের এই ওপেনার। গত বছর ৬ অক্টোবর তাঁকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার খেলতে দেখা গিয়েছিল।

Updated By: Jan 26, 2023, 06:22 PM IST
Hardik Pandya and Rahul Dravid: ফের চোটের জন্য ছিটকে যাওয়া! কোন ওপেনারের উপর বেজায় চটলেন হার্দিক-দ্রাবিড়!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে আলোচনায় ব্যস্ত রাহুল দ্রাবিড় ও হার্দিক পান্ডিয়া। ছবি: টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত দিন এগোচ্ছে, চোট-আঘাতে জর্জরিত হচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। এবার চোটের তালিকায় নাম লিখিয়েছেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কব্জির চোটের জন্য এই ওপেনার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ (IND vs NZ T20 Series) থেকেও ছিটকে গিয়েছেন! রুতুরাজ সম্পর্কে যাবতীয় আপডেট  বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের শুরুতেই জানিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় বিকল্প হিসেবে অন্য কাউকে নেওয়া হয়নি। ২৭ জানুয়ারি কিউইদের বিরুদ্ধে রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামে কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। 

শোনা যাচ্ছে কব্জির পুরনো চোটে জেরবার রুতুরাজ। সেইজন্য তিনি আসন্ন সিরিজে খেলতে পারবেন না। তবে রুতুরাজের চোট নিয়ে দলের তরফ থেকে মন্তব্য না করা হলেও, শোনা গিয়েছে এই ওপেনারের উপর বেজায় চটেছেন টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেক্ষেত্রে পৃথ্বী শাহ-কে (Prithvi Shaw) কিউইদের বিরুদ্ধে ওপেনার হিসেবে দেখা যেতে পারে। 

আরও পড়ুন: Babar Azam and Ben Stokes: কোন বড় স্বীকৃতি পেলেন বাবর আজম-বেন স্টোকস? জেনে নিন

আরও পড়ুন: Sourav Ganguly, ICC World Cup 2023: কোন ছকে খেললে বিশ্বকাপ জয় সম্ভব? রোহিতের টিম ইন্ডিয়াকে রাস্তা দেখালেন সৌরভ

জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত একটি একদিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ২৫ বছরের এই ওপেনার। গত বছর ৬ অক্টোবর তাঁকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার খেলতে দেখা গিয়েছিল। চলতি বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে দলে নেওয়া হয়। তবে সেবারও এই একই চোটের জন্য মাঠেই নামতে পারেননি। এমনকি গত বছর আয়ারল্যান্ড সফরে গিয়েও চোটের কারণে মাত্র একটি টি-টোয়েন্টি খেলতে পেরেছিলেন তিনি। স্বভাবতই তাঁর লাগাতার চোট পাওয়া নিয়ে বেজায় বিরক্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

চোট সারিয়ে চলতি মরসুমে রঞ্জি ট্রফি খেলতে তাঁকে দেখা গিয়েছিল। মহারাস্ট্রের হয়ে একাধিক ম্যাচে নজর কেড়েছিলেন। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ৬৩ রান করার পর, তামিলনাড়ুর বিরুদ্ধে ১৯৫ রান করেছিলেন রুতুরাজ। তবে ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে তাঁকে খেলতে দেখা যায়নি। পরে জানা যায়, পুরনো চোট ফের একবার চাগাড় দেওয়ার জন্যই মাঠমুখী হননি তিনি। বরং নিয়ম অনুসারে ফের একবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি চলে গিয়েছেন। তাঁর নাকি কব্জির ব্যথা কমতেই চাইছে না। তাই বিসিসিআই আর কোনও ঝুঁকি নিতে চায়নি। ফলে রুতুরাজ দলের বাইরে চলে গেলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)