জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার (Covid 19) ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম। ২০২২-২৩ মরশুমের জন্য সোমবারই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। সেই সূচি অনুযায়ী আসন্ন ২০২২০২৩ মরসুমে বছর ফিরতে চলেছে দলীপ ট্রফি (Dullep Trophy) ও ইরানি ট্রফি (Irani Trophy)। লাল বলের দুটি প্রতিযোগিতার পরেই খেলা হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mustaq Ali T20) ও বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। এরপর বসবে রঞ্জি ট্রফির (Ranji Trophy) আসর।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮ সেপ্টেম্বর দলীপ ট্রফি দিয়ে শুরু হবে ঘরোয়া মরসুম। শেষ হবে ২০২৩ সালের ১৬ মার্চ। ছেলে ও মেয়েদের সিনিয়র-জুনিয়র প্রতিযোগিতা মিলিয়ে ১৫০০-র বেশি ম্যাচ খেলা হবে এই সময়ের মধ্যে। দলীপ ট্রফি খেলা হবে আঞ্চলিক ভিত্তিতে নক-আউট প্রতিযোগিতা হিসেবে। পূর্বাঞ্চল, পঞ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের সঙ্গে প্রতিযোগিতায় এ বার অংশ নেবে উত্তর-পূর্বাঞ্চল।


আরও পড়ুন: Asia Cup 2022 : ফিরলেন বিরাট কোহলি, চোটের জন্য বাদ জসপ্রীত বুমরা-হর্ষল প্যাটেল


আরও পড়ুন: Rohit Sharma, WI vs IND: এশিয়া কাপের আগে সতীর্থদের কড়া বার্তা দিলেন 'হিটম্যান', ভিডিয়ো ভাইরাল



দলীপ ট্রফি:-
কবে শুরু: ৮ সেপ্টেম্বর, ২০২২।
কবে শেষ: ২৫ সেপ্টেম্বর, ২০২২ 
ফরম্যাট : প্রথম শ্রেণির নক আউট।
কতগুলি দল অংশ নেবে: ৬টি।


ইরানি ট্রফি:-
কবে অনুষ্ঠিত হবে: ১-৫ অক্টোবর, ২০২২।
ফরম্যাট: ফার্স্ট ক্লাস।


সৈয়দ মুস্তাক আলি ট্রফি:-
কবে শুরু: ১১ অক্টেবর, ২০২২।
কবে শেষ: ৫ নভেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফরম্যাট: টি-২০ (লিগ ও নক-আউট)।


বিজয় হাজারে ট্রফি:-
কবে শুরু: ১২ নভেম্বর, ২০২২। 
কবে শেষ: ২ ডিসেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফরম্যাট: একদিনের ক্রিকেট (লিগ ও নক-আউট)।


রঞ্জি ট্রফি:-
কবে শুরু: ১৩ ডিসেম্বর, ২০২২।
কবে শেষ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের চারটি এলিট গ্রুপ এবং ৬টি দলের ১টি প্লেট গ্রুপ।
ফরম্যাট: ফার্স্ট ক্লাস (লিগ ও নক-আউট)।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App