নিজস্ব প্রতিবেদন: রাজকোটে রঞ্জি ফাইনালে দোলের দিন বাংলার পারফরম্যান্সে তেমন রঙ নেই। বরং বলা ভাল বাংলাকে ফিকে করে দিয়েছেন সৌরাষ্ট্রের দুই ওপেনার। প্রথম ঘণ্টায় বাংলার পেসাররা সেভাবে কোনও প্রভাবই ফেলতে পারলেন না সৌরাষ্ট্রের দুই ওপেনার অভি আর হার্ভিকের ওপর। এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাইনালে বাংলার হয়ে অভিষেক হল সুদীপ কুমার ঘরামির। অভিষেক রমনের পরিবর্তে দলে এলেন তিনি। অন্যদিকে শ্রীবত্স গোস্বামীর জায়গায় দলে এলেন ঋদ্ধিমান সাহা। এদিন রঞ্জিতে শততম ম্যাচ খেলতে নামলেন বাংলার মনোজ তিওয়ারি।


রাজকোটের উইকেটে বাংলার দুই পেসার মুকেশ কুমার এবং ঈশান পোড়েল সৌরাষ্ট্রের দুই ওপেনার হার্ভিক দেশাই এবং অভি ব্যারট দুজনেই দাপটের সঙ্গে শুরু করেন। রঞ্জি ফাইনালে প্রথম দিনের প্রশম সেশনে সৌরাষ্ট্রের সংগ্রহ বিনা উইকেটে ৫০ (১৭ ওভার শেষে)। হার্ভিক দেশাই ব্যাটিং করছেন ১৭ রানে, আর অভি ২৯ রানে নট আউট রয়েছেন।


আরও পড়ুন - ইমরানের সঙ্গে 'বক্সিং' সচিনের! দেখুন ভিডিয়ো