নিজস্ব প্রতিবেদন: আফগানিস্তানের (Afghanistan) লেগ-স্পিনার রশিদ খান (Rashid Khan) আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অনন্য নজির গড়লেন। কুড়ি ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রশিদ টপকে গেলেন লাসিথ মালিঙ্গাকে (Lasith Malinga)। দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি জোরে বোলারকে টপকে আফগান স্পিনার ১০০ টি-২০ আন্তর্জাতিক উইকেট নিয়ে ফেললেন। বাইশ গজের দ্রুততম বোলার হিসাবে এই রেকর্ড করলেন রশিদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রশিদ খান (Rashid Khan) গত শুক্রবার দুবাইয়ে মহম্মদ হাফিজ (Mohammad Hafeez) ও বাবর আজমকে (Babar Azam) আউট করেন। হাফিজ হয়ে যান রশিদের শততম শিকার। রশিদ কেরিয়ারের ৫৩ তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এই নজির গড়লেন। মালিঙ্গার লেগেছিল ৭৬টি ম্যাচ।


আরও পড়ুন: WT20: আসিফের ৪ ছক্কায় মান বাঁচাল Pakistan, মরণ-বাঁচন লড়াইয়ে ফেলল ভারতকে


টি-২০ ফর্ম্যাটে দেশের জার্সিতে অনন্য সেঞ্চুরির রেকর্ড মালিঙ্গা-রশিদ ছাড়াও রয়েছে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি (Tim Southee) ও বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসানের (Shakib Al Hasan) রয়েছে। সাউদি ৮২ ম্যাচে ও শাকিব ৮৩টি ম্যাচে এই টি-২০ আন্তর্জাতিক রেকর্ড করেন। রশিদ শুধু টি-২০ আন্তর্জাতিকেই দ্রুততম ১০০ উইকেট পেলেন না, ২০১৮ সালে তিনি পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও সবার আগে ১০০ উইকেট নেন। ৪৪ ম্যাচে এই রেকর্ড করেন তিনি।


রশিদের পারফরম্যান্সেও আফাগানদের শেষরক্ষা হয়নি পাকিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই পাকিস্তান ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। কার্যত হারা ম্যাচে পাকিস্তান বাজিমাত করে আসিফ আলির সৌজন্যে। ১৯ তম ওভারে আফগান পেসার করিম জন্নাতকে ৪টি ছয় মেরে আসিফ খেলা ঘুরিয়ে দেন। ম্যাচের নায়ক হয়ে যান আসিফ আলি। টানা তিন ম্যাচ জিতে পাকিস্তান জয়ের হ্যাটট্রিক করে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)