নিজস্ব প্রতিবেদন: চলতি টোকিও অলিম্পিক্সেও (Tokyo Olympics 2020) আলোচনায় উঠে এসেছে ফের মানসিক স্বাস্থ্যের ইস্যু। বিশ্ববন্দিত জিমন্যাস্ট সিমন বাইলস (Simone Biles) এই কারণেই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনাল থেকে নিজের নাম তুলে নেন। এরপরেই বাইলসের পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের তাবড়রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার বাইলসের সমর্থনে টুইট করলেন রবি শাস্ত্রী। বিরাট কোহলিদের হেড স্য়ার লেখেন, "সিমন বাইলস এই অল্প বয়সে তুমি সেই অধিকার অর্জন করেছো। ৪৮ ঘণ্টা হোক বা ৪৮ দিন সময় নাও তুমি। তুমি করে ফেলো চ্যাম্পিয়ন। কাউকে ব্যাখ্যা দেওয়ার কোনও প্রয়োজন নেই। নাওমি ওসাকা তোমাকেও একই কথা বলব। তোমাদের ঈশ্বর আশীর্বাদ করুক।"


আরও পড়ুন: Tokyo Olympics 2020: জয়ের পরেই মানসিক স্বাস্থ্যের কথা বললেন PV Sindhu



গত জুনে ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জেতার পরেই টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ওসাকা। মানসিক স্বাস্থ্যের জন্যই  চারটি গ্র্যান্ড স্লাম খেতাবের মালকিন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)