Tokyo Olympics 2020: জয়ের পরেই মানসিক স্বাস্থ্যের কথা বললেন PV Sindhu

ধ্যান করার কথা বলছেন সিন্ধু।

Updated By: Jul 28, 2021, 11:35 AM IST
Tokyo Olympics 2020: জয়ের পরেই মানসিক স্বাস্থ্যের কথা বললেন PV Sindhu

নিজস্ব প্রতিবেদন: 'মেন্টাল হেলথ' অর্থাৎ মানসিক স্বাস্থ্য, গোটা স্পোর্টস দুনিয়ায় সবচেয়ে চর্চিত শব্দবন্ধ। চলতি টোকিও অলিম্পিক্সেও (Tokyo Olympics 2020) আলোচনায় উঠে এসেছে মানসিক স্বাস্থ্য। বিশ্ববন্দিত জিমন্যাস্ট সিমন বাইলস (Simone Biles) এই কারণেই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনাল থেকে নিজের নাম তুলে নেন। এবার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললেন দেশের ব্যাডমিন্টন মহাতারকা পিভি সিন্ধু ( PV Sindhu)।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: টোকিও যাওয়ার বিমানে উঠতেই পারলেন না Vinesh Phogat!

বুধবার অলিম্পিক্সের পঞ্চম দিনে সিন্ধু দ্বিতীয় রাউন্ডে নেমেছিলেন। দুরন্ত খেলে হংকঙের চিউং ই-কে হারিয়ে প্রি-কোয়ার্টারে পৌঁছে গিয়েছেন। টোকিওতে ম্যাচ জেতার পর সিন্ধু বলেন, "অ্যাথলিটদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শারীরিক ও মানসিক ভাবে দারুণ জায়গায় আছি। ধ্যানের মাধ্যমেই আজ এই জায়গায় আসতে পেরেছি।" প্রি-কোয়ার্টার ফাইনাল কঠিন হতে পারে সিন্ধুর। কারণ সিন্ধুর লড়াই বিশ্বের ১২ নম্বর তারকা ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডের সঙ্গে। তাঁকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে সম্মুখ সমর জাপানের আকানে ইয়ামাগুচির সঙ্গে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.