জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি-র (ICC) সংবিধান অনুসারে 'মানকাডিং' (Mankading) বৈধ হলেও, এই আউটের ধরণ নিয়ে একরাশ বিতর্ক লেগেই আছে। তবে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) দাবিতেই আইসিসি 'মানকাডিং'-কে ‘আনফেয়ার প্লে’র তালিকা থেকে সরিয়ে বৈধ রান আউট হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। অথচ অশ্বিনের দলের অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma) মানকাডিং-এর পক্ষে মাধ্যমে ব্যাটারকে আউট করার পক্ষে নন। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার। তিনি বলে দিচ্ছেন, মানকাডিং আর পাঁচটা আউটের মতোই বৈধ। এবং আগামী দিনে তিনি সুযোগ পেলে আবারও এই ধরনের আউট করবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশ্বিন বলছেন, 'আমি শুধু একটা কথাই বলব। সুযোগ পেলে আমি আবারও একই কাজ করব। এক্ষেত্রে ম্যাচের পরিস্থিতি একেবারেই গুরুত্বপূর্ণ নয়। এটা একটা বৈধ আউট। এলবিডাব্লুউ বা ক্যাচ আউটের জন্য তো কেউ আবেদন করার আগে অধিনায়ককে জিজ্ঞেস করে না। এক্ষেত্রে তো বোলাররা আবেদন করলেই আম্পায়ার আউট দিয়ে দেন। যদি মাঠের অন্যান্য ফিল্ডাররাও আবেদন করেন, তাতেও আম্পায়ার আউট দিতে বাধ্য হয়। এটা তাঁর কর্তব্য।' অশ্বিনের অভিযোগ, আম্পয়ারও নিজের ভূমিকা সঠিকভাবে পালন করেননি।  


আরও পড়ুন: Rohit Sharma and Dasun Shanaka, IND vs SL: অশ্বিনের পথে না গিয়ে শনাকাকে 'মানকাডিং' করেও কেন ব্যাট করালেন? মুখ খুললেন মহানুভব রোহিত


আরও পড়ুন: ICC New Rules, T20 World Cup 2022 : একাধিক নতুন নিয়মে টি-টোয়েন্টি বিশ্বকাপ! বৈধ মানকাডিং, বলে থুতু লাগালেই শাস্তি



প্রথম একদিনের ম্যাচের একেবারে শেষ ওভারে দাসুন শনাকাকে (Dasun Shanaka) 'মানকাডিং' করেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই সময় শনাকা ব্যাট করছিলেন ৯৮ রানে। দলের পরাজয় নিশ্চিত জেনেও কার্যত একার হাতে দেশের সম্মানরক্ষার জন্য লড়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সেই সময় স্ট্রাইকে ছিলেন কাসুন রাজিথা। নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে স্ট্রাইক পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন শনাকা। ঠিক সেসময় তাঁকে 'মানকাডিং' করে দেন শামি। কিন্তু সেটা হতে দেননি রোহিত। ভারতীয় অধিনায়ক আবেদন প্রত্যাহার করে নেন। এবং দিয়েছিলেন 'স্পোর্টসম্যান স্পিরিট'-এর পরিচয়। তবে অশ্বিন মনে করেন শনাকা-কে আউট করার সিদ্ধান্ত নেওয়ার অধিনায়ক শুধু আম্পায়ারের।   



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)