জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজকোটে ইংল্য়ান্ডকে ৪৩৪ রানে হারিয়ে, পাঁচ ম্য়াচের চলতি টেস্ট সিরিজে ভারত ২-১ এগিয়ে গেল। পাঁচদিনের খেলা চারদিনেই গুটিয়ে দেয় রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। তবে এই টেস্টের দ্বিতীয় দিনের শেষেই রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) চেন্নাই ফিরে যেতে হয়েছিল। যদিও তিনি আবার চতুর্থ দিনই দলের সঙ্গে যোগ দেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, পরিবারের ইমারজেন্সির কারণেই দলের তারকা ক্রিকেটারকে তড়িঘড়ি বাড়ি ছুটতে হয়েছিল। বিসিসিআই অশ্বিনের ফেরার জন্য় চার্টাড বিমানেরই ব্য়বস্থা করে দিয়েছিল। যাতে তিনি রাজকোট টেস্টের চতুর্থ দিনেই মাঠে নেমে পড়তে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অশ্বিন রাজকোটের দ্বিতীয় দিনই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। তারপর এসেছিলেন সাংবাদিক বৈঠকে। এসবের পরেই তাঁকে চেন্নাই ফিরতে হয়েছিল। অশ্বিনের পরিবারে ঠিক কী কারণে আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ এমন এক পোস্ট করলেন, তাঁর স্বামীকে নিয়ে, তা নেটপাড়ার চোখে জল এনে দিয়েছে। 



আরও পড়ুন: IND vs ENG: রাঁচিতে রোহিতদের রদবদলের পূর্বাভাস! জেন নিন ঠিক কী কী ঘটতে চলেছে...


আমরা হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে ৫০০ উইকেট ধাওয়া করেছিলাম। কিন্তু হয়নি। তবে ৪৯৯ উইকেটের পরেই আমি প্রচুর মিষ্টি আনিয়ে ছিলাম। বাড়ির সবাইকে সেই মিষ্টি দিই। ৫০০ এসে চুপ করে চলে গেল। আর এই ৫০০ থেকে ৫০১-এর মধ্য়ে অনেক কিছু ঘটে গিয়েছে। কী অসাধারণ কৃতিত্ব। কী অসাধারণ একটা মানুষ। রবি অশ্বিন তোমার জন্য ভীষণ গর্বিত। আমরা তোমাকে ভালবাসি!'


৩৭ বছরের নক্ষত্র স্পিনার, দ্রুততম ভারতীয় হিসেবে এই ৫০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড করেছেন। পাশাপাশি দ্রুততম ভারতীয় হিসেব এই রেকর্ডের মালিক হলেন অশ্বিন। তাঁর আগে একমাত্র ভারতীয় হিসেবে ৫০০ টেস্ট উইকেট ছিল অনিল কুম্বলের। অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্য়াকগ্রা ২৫ হাজার ৫২৮ নম্বর ডেলিভারিতে তুলে নিয়েছেন ৫০০ টেস্ট উইকেট। সেখানে অশ্বিনের লাগল ২৫ হাজার ৭১৫ বল। ম্যাকগ্রার পরেই থাকবেন অশ্বিন। তাঁর লাগল ২৫ হাজার ৭১৫টি বল। কুম্বলে কেরিয়ারের ১০৫ নম্বর টেস্ট ম্য়াচে পাঁচশোর মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সেখানে অশ্বিনের খেলছেন কেরিয়ারের ৯৮ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীথরনের পর দ্বিতীয় বোলার হিসেবে ১০০ টেস্টের কম টেস্ট খেলেই পেয়ে গেলেন ৫০০ উইকেট। 


অশ্বিনের বর্ণময় কেরিয়ারের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, তিনি দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০, ১০০, ১৫০, ২০০, ৩৫০ ও ৪৫০ উইকেট নিয়েছেন। অশ্বিন কিন্তু বিশ্বের দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২৫০ (মাত্র ৪৫ ম্য়াচে), ৩০০ উইকেট (৫৪ ম্য়াচে), ৩৫০ (৬৬ ম্য়াচে), ৪০০ (৭৭ ম্য়াচে) ও ৪৫০ (৮৯ ম্য়াচে) নিয়েছেন। 


আরও পড়ুন: WATCH: অঝোরে কাঁদছেন সরফরাজের বাবা, হাসি ফোটালেন আনন্দ মহিন্দ্রা! চেনা ভূমিকায় শিল্পপতি


 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)