নিজস্ব প্রতিবেদন: বাজ পাখির মতো ঝাঁপিয়ে ক্যাচ নেওয়া হোক বা অব্যর্থ রান আউট! রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja) আজ শুধু ভারতেরই নয়, বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। শুধু দুর্দান্ত ফিল্ডারই নন জাদেজা। টিম ইন্ডিয়ার মহাতারকা অলরাউন্ডার ভয়ঙ্কর ফিটও। তবে ভারতীয় দলের আজ ফিল্ডিংয়ের আমূল পরিবর্তনের জন্য জাদেজা ধন্যবাদ জানাচ্ছেন ক্যাপ্টেন বিরাট কোহলিকে (Virat Kohli)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জাদেজা অকপটে স্বীকার করে নিচ্ছেন যে, তিনি অন্যতম সেরা। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজা বলেন, "হ্যাঁ আমি আজ বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। কিন্তু বিষয়টাকে আমি ধরে নিয়ে এগোই না। আমি আমার খেলা ও ফিটনেস নিয়ে রীতিমতো খাটাখাটনি করি। আমি কাঁধের প্রচুর ব্যায়াম করি। যার জন্য দৌড়াই রোজ। এভাবেই আমি ফিটনেস বজায় রাখি। এটাই আমাকে মাঠে ফিট রাখে।"


আরও পড়ুন: Mohammed Shami: রাতের লন্ডনের ফাঁকা রাস্তায় কী দেখলেন শামি? দেখুন গা ছমছমে ভিডিয়ো!

 জাদেজা ভারতীয় দলের ফিল্ডিংয়ের মানোন্নয়নের জন্য কৃতিত্ব দিচ্ছেন কোহলিকে। জাদেজা বলেন, "বিরাট সবসময় ভীষণ স্বতপ্রণোদিত। ভয়ঙ্কর সক্রিয় ও। তেমনই ফিট। ও বিশ্বাস করে নিজের ফিটনেসের ওপর। ওর জন্যই দলের সকলে ফিল্ডিংয়ের মান বাড়িয়েছে। দলের সকলেই ফিটনেস নিয়ে কাজ করছে। যার ফলে এই পরিবর্তনটা মাঠে দেখা যায়।" বিরাট-জাদেজার ফিল্ডিং যুগলবন্দিও আজ বিশ্ববন্দিত। মাঠে বিদ্যুতের সঞ্চার করতে পারেন তাঁরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)