WATCH | MS Dhoni | Ravindra Jadeja: চিপকে মাহির `এপ্রিল ফুল`, জাদেজা ঘুঁটিতে বেবাক দর্শক !
Ravindra Jadeja trolled the Chepauk crowd by walking out before MS Dhoni: এমএস ধোনি মস্তিষ্কের খেলায় যে কত ভালো, তা সারা বিশ্ব জানে। এবার চিপকের দর্শকদের সঙ্গে মাহির `মাইন্ড গেম`!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা তিন ম্য়াচ জেতা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়ে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অ্যান্ড কোং। গত রবিবার, চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) টস হেরে, প্রথমে ব্য়াট করে কেকেআর মাত্র ১৩৭ রান করে। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) 'ইয়েলো আর্মি' ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। আর এই ম্য়াচে আলাদা করে খবরের শিরোনামে এসেছেন চেন্নাইয়ের 'থালা' এমএস ধোনি (MS Dhoni) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
আরও পড়ুন: CSK vs KKR | IPL 2024: প্রতিপক্ষ চেন্নাই, কলকাতার পুঁজি ১৩৭! ঠিক এটাই হওয়ার ছিল...
এবার আসা যাক ধোনির 'মাইন্ড গেম'-এর প্রসঙ্গে। রান তাড়া করতে নেমে চেন্নাই ১৬.৫ ওভারে তৃতীয় উইকেট হারায়। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ডে উঠে গিয়েছিল ১৩৫ রান। জয়ের দুয়ারেই চলে এসেছিল সিএসকে। শিবম দুমে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে ক্লিন বোল্ড হয়ে যান। আর এরপরেই চেন্নাইয়ের দর্শক ধোনির নামে জয়ধ্বনি দিতে শুরু করে দেন। কারণ তাঁরা প্রিয়তম ধোনিকে ব্য়াট হাতে মাঠে দেখার জন্য় অপেক্ষার প্রহর গুণতে শুরু করেন। কারণ দর্শক জানেন যে, এবার কিংবদন্তিই নামবেন মাঠে। আর এই দৃশ্য বারবার দেখা যাবে না বা বেশিদিনও দেখা যাবে না। ফলে তারা এই মুহূর্তকে মনের মণিকোঠায় আজীবন রেখে দিতে চান। ঠিক এমন সময়ে সকলকে চমকে দিয়ে ধোনির আগে মাঠে ব্য়াট করতে নেমে আসেন জাদেজা। যা দেখে গ্য়ালারিতে থমকে যায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্য়েই জাদেজা ইউটার্ন নিয়ে হাসি মুখে ফিরে যান ড্রেসিংরুমে। নেমে পড়েন ধোনি। গ্য়ালারি ফেটে পড়ে করতালিতে।
ঘটনাচক্রে দর্শকদের বোক বানানোর এই 'মাইন্ড গেম' মাহিরই। খেলার শেষে সিএসকে পেসার তুষার দেশপাণ্ডে বলেন, 'ধোনি ভাইয়ের নির্দেশেই জাড্ডু ভাই মাঠে নেমেছিলেন। ধোনি ভাই বলেছিলেন ব্য়াট করতে নামার অভিনয় করতে।' এটা শুনে জাদেজা বলেন, 'মাহি ভাইকে দেখা দর্শকদের কাছে সবসময়ে বিরাট ব্য়াপার।' এই কথোপকথনও সকলের মন জিতে নিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)