টি২০ এবং একদিনের ম্যাচ ছাড়া টেস্টেও ভরসা দিতে পেরে খুশি জাদেজা
রবীন্দ্র জাদেজা-ঋদ্ধিমান সাহার ছিয়ানব্বই রানের জুটির সৌজন্যে প্রথম ইনিংসে বত্রিশ রানে লিড নেয় ভারত।যার মধ্যে মুল্যবান ৬৩ রান জাদেজার ।সাথে তিনটি উইকেট।সবমিলিয়ে ধরমশালায় ম্যাচের সেরা হওয়ার হাতছানি জাদেজার সামনে।এতে খুশী হলেও রবীন্দ্র জাদেজাকে সবচেয়ে বেশী তৃপ্তি দিচ্ছে একদিনের এবং টি-২০-র ক্রিকেটার এই তকমা মুছে ফেলে টেস্টেও গুরুত্ব পাওয়া।
ওয়েব ডেস্ক: রবীন্দ্র জাদেজা-ঋদ্ধিমান সাহার ছিয়ানব্বই রানের জুটির সৌজন্যে প্রথম ইনিংসে বত্রিশ রানে লিড নেয় ভারত।যার মধ্যে মুল্যবান ৬৩ রান জাদেজার ।সাথে তিনটি উইকেট।সবমিলিয়ে ধরমশালায় ম্যাচের সেরা হওয়ার হাতছানি জাদেজার সামনে।এতে খুশী হলেও রবীন্দ্র জাদেজাকে সবচেয়ে বেশী তৃপ্তি দিচ্ছে একদিনের এবং টি-২০-র ক্রিকেটার এই তকমা মুছে ফেলে টেস্টেও গুরুত্ব পাওয়া।
আরও পড়ুন ব্যাট হাতেও বিরাট, বিজয়, রাহুলের সঙ্গে একাসনে অলরাউন্ডার জাদেজা
অস্ট্রেলিয়া সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলছে জাদেজা।কোন টেস্ট স্মরনীয়?এই প্রশ্নে জাদেজার দাবি ভারতের হয়ে খেলাই তাঁর কাছে স্মরণীয় ঘটনা।এর মধ্যে থেকে আলাদা করে কোনও ম্যাচ বেছে নেওয়ার কারণ নেই।কারণ, জাদেজা মনে করেন, দলে ঢোকা তুলনায় সহজ।কিন্তু দলে টিকে থাকা খুব কঠিন কাজ।
আরও পড়ুন সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিলেন শন টেট