নিজস্ব প্রতিবেদন: বিগত সাত বছর ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) অসাধারণ সার্ভিস পেয়ে এসেছে চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ফাফ এবার ৭ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক। নতুন ভূমিকায় শুরু করেছেন নতুন অধ্যায়। কিন্তু চেন্নাইয়ের ফ্যানদের মনে এখনও বিরাজমান দক্ষিণ আফ্রিকার মহাতারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (RCB vs KKR)। আরসিবি মাত্র ১২৮ রানে কেকেআরকে বেঁধে দিয়েছিল। জবাবে ফাফ অ্যান্ড কোং ৪ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয়। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাফের সমর্থনে এসেছিলেন এক দল সিএসকে সমর্থক। চেন্নাই-বেঙ্গালুরুর প্রতিদ্ধন্দ্বিতা রীতিমতো চর্চিত আইপিএলে। এই ম্যাচে গ্যালারিতে এক অন্য দৃশ্যই দেখা গেল। চেন্নাইয়ের ফ্যানরা বড় ব্য়ানার নিয়ে এসেছিলেন মাঠে। ক্যামেরার ফোকাস ব্যানারে যেতেই দেখা যায় যে, ব্যানারে লেখা আছে, "আমরা সিএসকে-র অনুরাগীবৃন্দ। কিন্তু এখানে এসেছি ফাফ দু প্লেসিসের জন্য।"



আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ফুল ফুটিয়েছেন ফাফ। বরাবর দুরন্ত ব্যাটিং আর চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে নিজের ছাপ রেখেছেন তিনি। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে, এই আইপিএলে (IPL 2022) চেন্নাই তাঁর রীতিমতো অভাব অনুভব করবে। গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করাতেও বড় অবদান রাখেন ফাফ। ১৬ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন তিনি।


আরও পড়ুন: IPL 2022: ফিট Suryakumar Yadav, যোগ দিলেন Mumbai Indians-এ


আরও পড়ুন: IPL 2022: 'MS Dhoni-র মতোই ফিনিশার Dinesh Karthik আইস কুল'! কে বললেন এই কথা?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)