নিজস্ব প্রতিবেদন: মেসিদের পথেই আর এক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। করোনা পরবর্তী পরিস্থিতিতে বেতনে কাটছাঁট করতে রাজি  হলেন সার্জিও রামোসরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা ভাইরাসে স্পেনে আক্রান্ত হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। সে দেশের অর্থনীতিতে বিরাট প্রভাব পড়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ। এই পরিস্থিতিতে খারাপ অবস্থা স্প্যানিশ ফুটবল ক্লাবগুলোর। বর্তমান পরিস্থিতিতে ক্লাবের প্রস্তাব মেনে বেতন কাটছাঁট করতে রাজি হলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা।



চলতি মরশুম আর শুরু না হলে বেঞ্জেমাদের বেতনের কুড়ি শতাংশ কাটা যাবে। আর মরশুম  আবার শুরু হলে ১০% কাটছাঁট হবে রিয়াল ফুটবলারদের বেতন। ফুটবলারদের মতোই বেতন কাটা হবে জিনেদিন জিদানসহ অন্যান্য কোচিং এবং সাপোর্ট স্টাফদের। এমনকি রিয়াল ফুটবল টিমের মতোই বেতনে কাটছাঁট হবে বিখ্যাত স্প্যানিশ ক্লাবটির বাস্কেটবল দলের খেলোয়াড়দেরও।


 


আরও পড়ুন - করোনা চিকিত্সায় ভারতের কাছে দশ হাজার ভেন্টিলেটরের আর্জি প্রাক্তন পাক ক্রিকেটারের