Australia vs India, 1st Test: প্রত্যাঘাত অজিদের, পিঙ্ক টেস্টে প্রথম রাত শেষে ব্যাকফুটে Team India
পরিসংখ্যান বলছে টস জিতলে টেস্ট ম্যাচ হারেননা বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে ২৫ বার টস জিতে ২১টি টেস্টে জিতেছিলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)। ড্র করেন চারটি টেস্টে। এই নিয়ে ২৬ বার টেস্টে টস জিতলেন কোহলি (Virat Kohli)।
নিজস্ব প্রতিবেদন: ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্ট অ্যাডিলেডে (Adelaide) গোলাপি বলে টেস্টে প্রথম রাতের শেষে 'বিরাট' ভুলে রানের পাহাড় গড়া হল না টিম ইন্ডিয়ার (Team India)। শেষ সেশনে পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে টিম ইন্ডিয়া (Team India)। প্রথম সেশন এর মতো শেষ সেশনেও অজিদের প্রত্যাঘাত। অ্যাডিলেডে (Adelaide) পিঙ্ক টেস্টে প্রথম রাতের শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে কোহলির ভারত (Team India)।
২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata)বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট খেলে টিম ইন্ডিয়া (Team India)। বিদেশের মাটিতে প্রথমবার অ্যাডিলেড ওভালে (Adelaide) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল (Team India)। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)।
পরিসংখ্যান বলছে টস জিতলে টেস্ট ম্যাচ হারেননা বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে ২৫ বার টস জিতে ২১টি টেস্টে জিতেছিলেন ক্যাপ্টেন কোহলি (Virat Kohli)। ড্র করেন চারটি টেস্টে। এই নিয়ে ২৬ বার টেস্টে টস জিতলেন কোহলি (Virat Kohli)।
অধিনায়কের আস্থার মর্যাদা দিতে পারলেন না ওপেনার পৃথ্বী শ (Prithvi Shaw)। ম্যাচের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে বোল্ড পৃথ্বী (Prithvi Shaw)। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ভারতীয় ওপেনার। আর এক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal) ৪০ বলে ১৭ রান করে প্যাট কামিন্সের (Pat Cummins) বলে বোল্ড হলেন।
পৃথ্বী শ (Prithvi Shaw) এবং মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)-দুই ওপেনারকে দ্রুত হারিয়ে বিরাট কোহলি (Virat Kohli) এবং চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) জুটি তৃতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন। এই পার্টনারশিপের সুবাদেই ম্যাচে ফেরে ভারত। চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৪৩ রানে ফিরে গেলে আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সঙ্গে জুটি গড়েন বিরাট কোহলি (Virat Kohli)। ছন্দে এগোচ্ছিল রাহানে-কোহলি জুটি। কিন্তু রান আউট হতেই ছন্দপতন।
৭৪ করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট কোহলি (Virat Kohli)। পয়মন্ত অ্যাডিলেডে (Adelaide) সেঞ্চুরি হাতছাড়া কোহলির (Virat Kohli)। ১৮০ বল খেলে আটটি চারের সৌজন্যে ৭৪ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই নিয়ে টেস্টে দ্বিতীয়বার রান আউট হলেন তিনি। ২০১২ সালে অস্ট্রেলিয়াতে এই অ্যাডিলেডেই (Adelaide) বিরাট (Virat Kohli) রান আউট হয়েছিলেন। ৮ বছর পর অ্যাডিলেড (Adelaide) টেস্টে পুনরাবৃত্তি। রান আউট হলেন কোহলি (Virat Kohli)।
বিরাট (Virat Kohli) রান আউটের পরই ম্যাচে জাঁকিয়ে বসে অস্ট্রেলিয়া। ১৮৮/৩ থেকে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে প্রত্যাঘাত পেইনদের (Tim Paine)। আজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) ৪২ রান করে আউট হলেন। স্টার্কের বলে এলবিডব্লিউ হন তিনি। হনুমা বিহারী (Hanuma Vihari) ১৬ রান করে LBW হলেন জোস হ্যাডেলউডের (Josh Hazlewood) বলে।
ক্রিজে ১৫ রানে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), সঙ্গে ৯ রানে নট আউট ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ঋদ্ধি-অশ্বিনের ব্যাটের দিকেই তাকিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অজিদের তিনশোর বেশি রানের টার্গেট ছুড়ে দিতে পারবে কিনা ভারত তা অনেকটাই নির্ভর করছে ঋদ্ধি-অশ্বিন জুটির উপর। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক (Mitchell Starc) ২টি, কামিন্স (Pat Cummins), হ্যাজেলউড (Josh Hazlewood) এবং লিঁও (Nathan Lyon) একটি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন- Syed Mushtaq Ali T20 Trophy: বায়ো বাবলে ঘরোয়া ক্রিকেট, Kolkata সহ ৬টি সেন্টারের নাম জানিয়ে দিল BCCI