ওয়েব ডেস্ক: বত্রিশ বছর পর অস্ট্রেলীয় ক্রিকেটে বিপ্লব আনলেন নির্বাচকরা। ছয় জন ক্রিকেটারকে এক ধাক্কায় দল থেকে ছেঁটে ফেললেন নির্বাচক কমিটির অন্তবর্তীকালীন চেয়ারম্যান ট্রেভর হনস। উনিশশো চুরাশি সালে শেষবার অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে ছয় জনকে বাদ দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোবার্টে হেরে টেস্ট সিরিজ খোয়ানোর পর অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান রডনি মার্শ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সর্বকালের সেরা ক্যাপ্টেনদের পারফরম্যান্সে প্রথম ছয়ে বিরাট একাই তিনবার!


তাঁর জায়গায় দায়িত্ব পেয়েই হনস প্রোটিয়াসদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের অসি দল থেকে ছেঁটে ফেললেন জো বার্নস, অ্যাডাম ভোজেস,ফার্গুসন,পিটার নেভিল, জো মেনিকে। তাদের জায়গায় দলে ঢুকেছেন ম্যাট  রেনশ্,হ্যান্ডসকম্ব,ম্যাডিনসন,চাড সায়েরস্,ম্যাথু ওয়েড ও জ্যাকসন বার্ড।এর ফলে অ্যাডিলেডে দিন রাতের টেস্টে অন্তত তিন জন ক্রিকেটারের অভিষেক হতে চলেছে।


আরও পড়ুন  মাদ্রিদ ডর্বিতে হ্যাটট্রিক করে নতুন রেকর্ডের মালিক রোনাল্ডো!