সর্বকালের সেরা ক্যাপ্টেনদের পারফরম্যান্সে প্রথম ছয়ে বিরাট একাই তিনবার!

ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের পারফরম্যান্সের বিচারে প্রথম ছয়ে, বিরাট কোহলিই তিনবার! হ্যাঁ, ঠিকই পড়লেন। তবে, বিষয়টা জেনে এবং বুঝে নিন একবার। ভারত অধিনায়ক হিসেবে একটি টেস্টের দুই ইনিংস মিলিয়ে সবথেকে বেশি রান করেছেন কোন কোন অধিনায়ক? এই যদি বিষয় হয়, তাহলে তালিকাটার দিকে নজর দিলে আপনার বিরাট কোহলি সম্পর্কে আরও সমীহ বাড়বে। এক কাজ করুন, তালিকাটাতেই বরং আগে চোখ বুলিয়ে নিন।

Updated By: Nov 20, 2016, 05:15 PM IST
 সর্বকালের সেরা ক্যাপ্টেনদের পারফরম্যান্সে প্রথম ছয়ে বিরাট একাই তিনবার!

ওয়েব ডেস্ক: ভারতের সর্বকালের সেরা ক্যাপ্টেনদের পারফরম্যান্সের বিচারে প্রথম ছয়ে, বিরাট কোহলিই তিনবার! হ্যাঁ, ঠিকই পড়লেন। তবে, বিষয়টা জেনে এবং বুঝে নিন একবার। ভারত অধিনায়ক হিসেবে একটি টেস্টের দুই ইনিংস মিলিয়ে সবথেকে বেশি রান করেছেন কোন কোন অধিনায়ক? এই যদি বিষয় হয়, তাহলে তালিকাটার দিকে নজর দিলে আপনার বিরাট কোহলি সম্পর্কে আরও সমীহ বাড়বে। এক কাজ করুন, তালিকাটাতেই বরং আগে চোখ বুলিয়ে নিন।

আরও পড়ুন সোমবারই কী সিরিজের প্রথম টেস্ট জিতবে ভারত?

সুনীল গাভাসকর - প্রথম ইনিংসে ১০৭, দ্বিতীয় ইনিংসে ১৮২*, মোট ২৮৯ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ

সুনীল গাভাসকর - প্রথম ইনিংসে ২০৫, দ্বিতীয় ইনিংসে ৭৩, মোট ২৭৮ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিরাট কোহলি - প্রথম ইনিংসে ১১৫, দ্বিতীয় ইনিংসে ১৪১, মোট ২৫৬ রান বনাম অস্ট্রেলিয়া

বিরাট কোহলি - প্রথম ইনিংসে ১৬৭, দ্বিতীয় ইনিংসে ৮১, মোট রান ২৪৮ বনাম ইংল্যান্ড

সচিন তেন্ডুলকর - প্রথম ইনিংসে ২১৭, দ্বিতীয় ইনিংসে ১৫, মোট রান ২৩২ বনাম নিউজিল্যান্ড

বিরাট কোহলি - প্রথম ইনিংসে ২১১, দ্বিতীয় ইনিংসে ১৭, মোট রান ২২৮ বনাম নিউজিল্যান্ড

তাহলেই বুঝুন ক্যাপ্টেন হওয়ার জন্য বিরাটের পারফরম্যান্স খারাপ তো হয়ইনি, বরং, কতটা ভালো হয়েছে। এখনই তালিকাটা এরকম। আর কয়েক বছর সময় দিলে তালিকার প্রথম ছ'টা নামই তো বিরাটেরই হবে বোধহয়!

আরও পড়ুন  পূজারা সম্পর্কে এই তথ্যটা জানলে, তাঁর টেকনিক নিয়ে আপনাকে ভাবতে হবে

.